নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন একটি ভবনে শাটার লাগানোর সময় দেয়াল ধসে চাপা পড়ে দুর্ঘটনা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আবু বক্কর (৪২) ও কামাল (৪০)।
আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট-সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে এবং কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।
মহিপুর থানা পুলিশ জানায়, আজ দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর মং উসে বাবুর নির্মাণাধীন ভবনে শাটার লাগাতে আসেন। এ সময় পুরনো শাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিমসহ দেয়াল ধসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নোমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।