img

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত :  ০৯:২২, ০৪ নভেম্বর ২০২৪

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন একটি ভবনে শাটার লাগানোর সময় দেয়াল ধসে চাপা পড়ে দুর্ঘটনা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আবু বক্কর (৪২) ও কামাল (৪০)। 

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট-সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আবু বক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে এবং কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

মহিপুর থানা পুলিশ জানায়, আজ দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর মং উসে বাবুর নির্মাণাধীন ভবনে শাটার লাগাতে আসেন। এ সময় পুরনো শাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিমসহ দেয়াল ধসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নোমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।


img

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৯৬ নতুন রোগী

প্রকাশিত :  ১৩:৩৮, ০৮ ডিসেম্বর ২০২৪

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯৬ জন।

রোববার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ৯৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৭২ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ৭৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৬ হাজার ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২৯ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।