ট্রাম্পের বিরুদ্ধে সুইস সুন্দরীর চাঞ্চল্যকর অভিযোগ
আর মাত্র একদিন বাকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। এরমধ্যেই রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এলো চাঞ্চল্যকর অভিযোগ। খবর ফার্স্ট পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মিস সুইজারল্যান্ড প্রতিযোগী বিট্রিস কিউল ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এনিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ২৮টি যৌন হয়রানির অভিযোগ এলো।
বিট্রিস কিউলের অভিযোগ, নিউ ইয়র্কে প্লাজা হোটেলে ১৯৯৩ সালে ট্রাম্প তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং স্পর্শ করার চেষ্টা করেন।
৫৩ বছর বয়সী কিউল বলেছেন, ১৯৯২ সালে তিনি মিস সুইজারল্যান্ড প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ইস্তানবুলে মিস ইউরোপ ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার এমন অর্জন ট্রাম্পের নজরে পড়ে। এরপরেই তাকে আমেরিকায় এক প্রতিযোগিতায় পেইড ট্রিপের আমন্ত্রণ জানান।
ট্রাম্পের থেকে এমন আমন্ত্রণ পেয়ে সেইসময় অনেক উচ্ছ্বসিত ছিলেন বলে ডেইলি মেইলকে জানান কিউল। তিনি বলেন, একজন সুইজারল্যান্ডবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এমন আমন্ত্রণ পাওয়া বিশাল ব্যাপার ছিল।
এরপর ১৯৯৩ সালের নভেম্বরে কিউল জুরিখ থেকে নিউ জার্সির আটলান্টিক শহরে যান ট্রাম্পের সেই প্রতিযোগিতায়। ওই ইভেন্টের কয়েকদিন পর প্লাজা হোটেলে কিউলসহ অনেক প্রতিযোগীকে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রথম ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা হয় কিউলের।
বর্তমানে সুইজারল্যান্ডের বার্নে বসবাসকারী কিউল ডেইলি মেইলকে বলেছেন, সেইদিন একজন স্টাফ ট্রাম্পের সঙ্গে প্রাইভেট মিটিংয়ের আয়োজন করে। রুমে প্রবেশ করা মাত্রই সেইদিন ট্রাম্প আমার উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ করেছেন কিউল।
কিউল বলেন, আমি রুমে প্রবেশ করা মাত্রই ট্রাম্প আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমার শুধু ঘুরে ফেরার সময় ছিল কিন্তু প্রস্তুত ছিলাম না। তার কাছ থেকে মুক্ত হওয়ার জন্য যা কিছু করার চেষ্টা আমি করেছি।
সাবেক এই সুইস সুন্দরীর অভিযোগ, ট্রাম্প সেইদিন আমার ঠোঁটে এবং ঘাড়ে চুমু দিয়েছে। তিনি আমার পোশাকও খোলার চেষ্টা করেন। আমার শরীরের যেখানে পারেন তিনি স্পর্শ করার চেষ্টা করেছেন।
তবে কিউলের এসব অভিযোগ নিয়ে ট্রাম্পের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।