img

প্রায় প্রতিদিনই বর্ণবাদী নির্যাতনের শিকার হই: লেবার এমপি সাতভির কৌর

প্রকাশিত :  ১১:০৮, ০৪ নভেম্বর ২০২৪

প্রায় প্রতিদিনই বর্ণবাদী নির্যাতনের শিকার হই: লেবার এমপি সাতভির কৌর

মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: একজন লেবার এমপি বলেছেন যে, তিনি প্রায় প্রতিদিনই বর্ণবাদসহ চরম বিদ্বেষমূলক নির্যাতনের সম্মুখীন হন।

সাতভির কৌর ২০১১ সাল থেকে পাবলিক অফিসে রয়েছেন এবং বলেছেন যে, জুলাই মাসে সাউদাম্পটন টেস্টে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এই বর্ণবাদী নির্যাতন বেড়েছে।

তিনি ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাউদাম্পটন সিটি কাউন্সিলের প্রধান হওয়ার সময় ব্রিটেনের স্থানীয় কর্তৃপক্ষের প্রথম মহিলা শিখ নেতা ছিলেন। সাতভির কৌর এক দশকেরও বেশি সময় ধরে পাবলিক অফিসে রয়েছেন। তিনি বলেন, সাউদাম্পটন টেস্টের এমপি হওয়ার পর থেকে তার প্রতি বর্ণবাদি নির্যাতনের মাত্রা বেড়েছে।

বিবিসি রেডিও সোলেন্টে মিসেস কৌরের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে, রাজনীতিতে মহিলারা প্রচুর নির্যাতনের শিকার হন, এ ব্যাপারে আপনার অভিঞ্জতা কি?

তখন তিনি জানান, এটির মাত্রা চরম আকার ধারন করেছে। তিনি বলেন, নির্যাতনের মাত্রা তাঁর ধারনার চেয়ে অনেক বেশি।

তিনি আরও জানান, ‘‘আমি যখন কাউন্সিলর এবং কাউন্সিলের নেতা ছিলাম তখন আমি এটি একটি নির্দিষ্ট পরিমাণে পেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে, যেহেতু আমি একজন এমপি হয়েছি, তাই অনলাইনের সমস্ত অপব্যবহারকারীদের আমি আকৃষ্ট করেছি। বর্ণবাদী এবং সেখানকার বিদ্বেষীরা আমার বিরুদ্ধে বর্ণবাদী লেখা লিখছেন।

তিনি যোগ করেছেন, প্রায় প্রতিদিনই তিনি বর্ণবাদী নির্যাতনের শিকার হন।

সাতভির কৌর বলেন \"আসলে আমি যা করছি তা করার জন্য এটি আমাকে আরও উৎসাহিত করে, কারণ আমি চাই বঞ্চিত এলাকার অন্যান্য লোকেরা এবং অশ্বেতাঙ্গ মেয়েরা অনুভব করুক যে, আমি যদি এটি করতে পারি তবে তাঁরাও এটি করতে পারে।

এই সাংসদ বলেছেন যে, তিনি এ ধরনের বিরোধিতা উপেক্ষা করার চেষ্টা করেন এবং তাঁর সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্যগুলি ব্লক করে।

তিনি বিবিসি রেডিও সোলেন্ট উপস্থাপক লুইসা হান্নানকে বলেছেন, \"আমি ঘৃণা ছড়াতে চাই না। ঘৃণামূলক অপরাধকে একটি বৃহৎ সামাজিক সমস্যা বলেও তিনি মন্তব্য করেন।

তার প্রথম বক্তৃতায়, তিনি সংসদে বলেছিলেন, তিনি একজন ব্যবসায়ীর সন্তান এবং সাউদাম্পটনে বিনামূল্যে খাবার সরবরাহকারী স্কুলের খাবার খেয়ে তিনি বড় হয়েছেন।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রাশিয়া

প্রকাশিত :  ০৮:০১, ২৮ নভেম্বর ২০২৪

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত রাশিয়ার কুরস্ক অঞ্চলে একজন ‘ব্রিটিশ ভাড়াটে সেনা’কে আটক করেছে রুশ বাহিনী। নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ওই এলাকা এখনো আংশিকভাবে কিয়েভ বাহিনী নিয়ন্ত্রণ করছে।  

রাশিয়ান সূত্রটি গতকাল রবিবার আরআইএতে প্রকাশিত এক প্রতিবেদনে আরআইএকে বলেছে, ‘গ্রেট ব্রিটেনের একজন ভাড়াটে সেনা নিজের নাম জানিয়েছে।

তিনি তার নাম বলেছে, জেমস স্কট রিস অ্যান্ডারসন। তাকে বন্দি করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গতকাল রবিবার অনানুষ্ঠানিক রাশিয়ান একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একজন দাড়িওয়ালা যুবক, তিনি সামরিক পোশাক পরে আছেন। তার হাত দুটি পেছনে বাঁধা বলে মনে হচ্ছিল।

তিনি ইংরেজিতে বলেছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলেছেন এবং তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিও এবং আরআইএ ও অন্যান্য মিডিয়ার প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। 

ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে বিবিসি এর আগে জানিয়েছিল, ‘ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা এক ব্রিটিশ ব্যক্তিকে আটকের প্রতিবেদন দেখার পর তার পরিবারকে সমর্থন করছে।’

ইউক্রেন বাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে আশ্চর্যজনক অনুপ্রবেশ ঘটিয়েছিল। তারা রাশিয়ার এ অঞ্চলের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।

সূত্র : রয়টার্স


যুক্তরাজ্য এর আরও খবর