উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এগারোতম মুসলিম চ্যারিটি রান : ১১ বছরে মিলিয়ন পাউন্ডের বেশি সংগ্রহ
লন্ডন, ২৩ অক্টোবর ২০২৪: ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান। এ উপলক্ষে রোববার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা সময় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক বিভিন্ন বয়স ও পেশার মানুষের পদচারণায় মুখিরত হয়ে ওঠেছিলো। ৩৫টি চ্যারিটির পক্ষে ১ হাজারের বেশি মানুষ ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন। সংগ্রহ করেন দেড় শ\' হাজারের বেশি ডনেশন।
মূল দৌঁড় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হলেও সকাল ৯টা থেকে ভিক্টোরিয়া পার্কে সমবেত হতে থাকেন অংশগ্রহণকারিরা। পার্কে পৌঁছার পর প্রত্যেককে চ্যারিটি রানের মনোগ্রামখচিত টি-শার্ট প্রদান করা হয়। এরপর দীর্ঘক্ষণ চলে ওয়ার্মিং আপ সেশন। সেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লন্ডন ইস্ট একাডেমির ছাত্র ইয়াহিয়া কাসুমা ।
দৌড় শেষে ৬ ক্যাটাগরিতে ৩জন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারি ১৮ জনের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
অনুর্ধ ১২ বছর বয়স ক্যাটাগরীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আদম, হামজা মিয়া ও ওসমান খালেদ। ১৩-১৭ বছর বয়স ক্যাটাগরিতে ওমর সালেহ, হামজা কারা ও আকমাদ কামিলভ। ১৮-৩০ বছর বয়স ক্যাটাগরীতে আহমদ হাসান, ফ্লাভির ও আরিফ কাইফ। ৩১-৪৫ বয়স ক্যাটাগরীতে আব্দুল্লাহ খিজিতো, সাঈদ হাকুর ও মোতালিব মিয়া। ৪৬-৫৫ বয়স ক্যাটাগরীতে আব্দুল মুহিদ, ফয়সাল আহমদ ও কাসিম চৌধুরী। ৫৬ উর্ধ বছর বয়স ক্যাটাগরীতে প্রথমস্থান অর্জনকারি নাম প্রকাশে অনিচ্ছুক, দ্বিতীয় হয়েছেন সাঈদ ইসমাইল ও তৃতীয় হয়েছেন মোহাম্মদ আবাল ফাত্তাহ।
ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পর্বে আনুষ্ঠনিকভাবে পুরস্কার তুলে দেন টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান, ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড আব্দুল হাই মুর্শেদ, সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা, ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ ও ফান্ডরাইজিং ম্যানেজার তজম্মুল আলী।