img

লন্ডনে মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৬:০৯, ০৫ নভেম্বর ২০২৪

লন্ডনে মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কামরুল আই রাসেল, লন্ডনঃ জমকালো আয়োজনে মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার পুর্ব লন্ডনের একটি হলে এ অভিষেক ও সাংস্কৃতিক সন্ধাটি অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেম্বার অব ব্রিটিশ পার্লামেন্ট রোশনারা আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ব্রিজের সাবেক মেয়র কাউন্সিলর জোৎস্না ইসলাম, সাম ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা উপদেষ্টা নুরুল হাসান নরু, বক্তব্য রাখেন প্রচার সম্পাদক  মোঃ রিপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক  শাহজাহান সাজু, যুগ্ম সাধরন সম্পাদক মোঃ  কামাল হোসেন, সহ-সাগংঠিনক  সম্পাদক পাভেল হাসান আলমগীর, সহ-সভাতি মোঃ জসিম উদ্দিন মোল্লা, সহ-সভাতি- লুৎফর রহমান, প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন, সদস্য মোঃ লুৎফর রহমান, সহ-সভাতি- মতিউর রহমান মতি, উপদেষ্টা -আব্দুলাহ আল মামুন, মোঃ আক্তার হোসেন, মোঃ তোবারক হোসেন, মোঃ মিজানুর বল্টু, শাহানাজ সুমি প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব শেষে সভাপতি মোস্তাক আহমেদের সমাপনি বক্তব্যের মধ্যে দিয়ে শেষ অনুষ্ঠান শেষ করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।