img

বিলেতে বসবাসরত শমশেরনগরবাসীর পুনর্মিলনী

প্রকাশিত :  ১৬:১০, ০৫ নভেম্বর ২০২৪

বিলেতে বসবাসরত শমশেরনগরবাসীর পুনর্মিলনী

আন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে শমসেরনগরের আমরা ক\'জনের আয়োজনে শমশেরনগর বাসীর প্রবাস পুনর্মিলনী। 

গত রোববার পুর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হলে দিনব্যাপি অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে উপস্থিতি ঘটে বৃটেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত শমশেরনগর বাসীর। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সভায় শমশেরনগরের সন্তান রমিজ আলীর সভাপতিত্বে এবং মিজানুর রহমান ও আব্দুল কাইয়ুম কয়েছের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক আমিনুর রহমান লিটন, মাইনুল ইসলাম খান, কুতুব আলী, আব্দুল হাদী জুয়েল, তরিকুর রশিদ চৌধুরী শওকত, আলাউর রহমান খান শাহিন, মুহিবুর রহমান, মাহবুবুর রাহমান বাবলু, সাইফুর রহমান বাপ্পি, তানভীর আহমেদ রাসেল, গোলাম রাব্বানী তৈমুর,জাকারিয়া মুন্না, এসানুল হক মাহিন প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা চমৎকার এ আয়োজনের ভূয়সী প্রসংশা করে বলেন, \"ঐতিহ্যবাহী শমসেরনগরের ইতিহাস তথা দেশি সংম্কৃতি বিকাশ ও মানব কল্যানে কাজ করার অভিপ্রায় নিয়ে এ সংঘটন অনেক দূর এগিয়ে যাবে। শমসেরনগর বিমান বন্দর চালু, রেল স্টেশনের আধুনিকায়ন সহ স্হানীয় এলাকার অবকাঠামোগত উন্নয়নে সরকারের দৃস্টি দেয়া জরুরী বলে অভিমত ব্যক্ত করেন সকলে ।

সর্ব সম্মতি ক্রমে গ্রুপের নাম পরিবর্তন \'ইউনাইটেড শমশেররনগর\' রাখা হয় এবং নতুন লোগো উন্মোচন করা হয়। এই গ্রুপের প্রথম থেকে মূল উদ্দেশ্য বিলেতে শমশেরনগরের সকলকে নিয়ে দেশে-বিদেশে একত্রে নিজের এলাকার লোকজনের পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।

উল্লেখ্য বিগত প্রায় দুই বছর ধরে ইংল্যান্ডে শমশেরনগর আমরা ক\'জনা ব্যানারে শমশেরনগরে আর্থ পীড়িত অসহায়, বন্যাক্রান্তদের সহায়তা, অসহায় অসুস্থ্য রোগীদের সহায়তা সমন্বয়ক আমিনুর রহমান লিটনের নেতৃত্বে মুহিবুর রহমান, মাহবুবুর রাহমান বাবলু, তানভীর আহমেদ রাসেল,এসানুল হক মাহিন,সাইফুর রহমান রিপনসহ অনেকেই এই দায়িত্ব পালন করেছেন।

অনুস্ঠানের শেষ অংশে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় কন্ঠশিল্প সুমন শরিফ ও লাবনী বড়ুয়া।- সংবাদ বিজ্ঞপ্তি 

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।