জমজমাট আয়োজনে করবিতে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
এহসানুল ইসলাম চৌধুরী শামীম, করবি থেকে ফিরে: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো করবি কমিউনিটি চ্যারিটি শিল্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৪।
রবিবার করবির ট্রেশাম কলেজ ক্যাম্পাসের মাঠে দশটি দলের অংশগ্রহণের ফুটবল খেলার অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো দুটি শিশু দলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রায় ২০ শতাধিক ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ট্রাইব্যাগারে অল স্টার এফ সি কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এফসি লেজেন্ড।
খেলায় চমৎকার ক্রিড়ানৈপুন্য দেখিয়ে গোল্ডেন গ্লাভস জিতেন এফসি লেজেন্ড গোলকিপার মুসা চৌধুরী। টুর্নামেন্টে বৃটেনের বিভিন্ন শহর থেকে পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ব্রিটেনে জন্ম ও বড় হওয়া নতুন প্রজন্মকে শিকড়ের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এই টুর্নামেন্টে আয়োজন করা হয় বলে করবি মুসলিম কমিউনিটি চেয়ারম্যান ইউসুফ চৌধুরী জানান।
খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্সআপ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে মেডেল, ট্রফি তুলে দেন করবি মুসলিম কমিউনিটি চেয়ারম্যান ইউসুফ চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান, ট্রেজারার আব্দুল খালিক, সাবেক চেয়ারম্যান সুনা রাজা চৌধুরী, ট্রাস্টি হাজি সমির মিয়া, হাজি ফকর উদ্দিন, আবদুল করিম, সেলিম খান, জাকির হোসেন, আনোয়ার খান, আলহাজ্ব আবুল বশর, জয়নুল আবেদিন সহ আর অনেকেই।
উক্ত ফুটবল টুর্নামেন্টে থেকে ২০১২ পাউন্ড ২৬ পেনি অর্থ করবি সেন্ট্রাল মসজিদে দেওয়া হয়।