img

‘অবৈধ সরকারের’ পদত্যাগের দাবিতে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৬:১৩, ০৫ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৬:৩৬, ০৫ নভেম্বর ২০২৪

‘অবৈধ সরকারের’ পদত্যাগের দাবিতে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

"অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ ই মার্চ, ১৭ মার্চ ও ১৫ আগস্ট, ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস সহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে ও দেশে গুম, খুন, মামলা-হামলাসহ চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে" জনসভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। 

২৮ অক্টোবর, সোমবার বেলা ৬ টায় পূর্ব লন্ডনের ড্রিম ব্যাংকুয়েটিক হলে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বক্তারা অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবী করেন। 

সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, শাহ শামীম আহমেদ, তারিফ আহমেদ, আ স ম মিসবাহ, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, জামাল আহমেদ খান সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগ, যুক্তরাজ্য মহিলা লীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের তীব্র  প্রতিবাদ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দেশে গুম, খুন,মামলা-হামলাসহ দেশে চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের জোর দাবি জানিয়েছেন। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা  সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন “শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের ইতিহাসে আজ অবধি সংগঠিত সকল গৌরবময় অধ্যায়ের অপরাজেয় সাক্ষী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৮'র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৬'র ৬ দফা আন্দোলন, ৬৯'র গণঅভ্যুত্থান, ৭০'র নির্বাচন এবং ৭১'র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব গাঁথা অর্জন রয়েছে। শুধু তাই নয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বিরুদ্ধে সৃষ্ট দেশ-বিদেশী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ লড়াই সংগ্রাম করেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে স্বাধিকার আন্দোলন হয়েছে এবং ছাত্রলীগের নেতৃত্বেই বারবার বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের ছাত্রসমাজের আবেগ ও ভালোবাসার শ্রেষ্ঠ ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ। স্বেচ্ছাচারিতার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত আইন করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের ছাত্রসমাজ ও বাংলাদেশের  সাধারণ মানুষ ও প্রবাসী বাঙালিরা মেনে নিবে না।" 

এদিকে বৃটেনর কার্ডিফ শহরে যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার পক্ষ থেকে অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ ই মার্চ, ১৭ মার্চ ও ১৫ আগস্ট, ৩ রা  নভেম্বর সহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে গত ৩০ শে অক্টোবর  বুধবার বেলা ১ ঘটিকায় স্থানীয় রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের  সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল,সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা জয়নাল আহমদ শিবুল, বদর উদ্দিন চৌধুরী বাবর, আব্দুল ওয়াহিদ বাবুল, আলমগীর আলম, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম,  সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি জুয়েল মিয়া, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব এস এ খান লেনিন, ওয়েলস তাতীলীগের সভাপতি জামাল আহমেদ বকুল, সদস্য সচিব জহির আলী, কাউন্সিলার আমিনুর রহমান কাবিদ, আব্দুল কাদির বাদল, শেখ সুমন তরফদার, শাহেনশাহ্ কামার সুহার্ত, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার শাওন সহ প্রমুখ নেতৃবৃন্দ।


সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, "বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘরে, ঘরে যে সংগঠনটি ছড়িয়ে ছিটিয়ে আছে, তা নিষিদ্ধ করা যায় না। বাঙ্গালীর সাহস, ইতিহাস, গৌরব ও ঐতিহ্যের ছাত্রসংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করা মানে বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় মুছে ফেলার চেষ্টা। বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ-কোটি নেতাকর্মীর হৃদয় থেকে ছাত্রলীগের আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অন্য স্বার্থ হাসিলের গভীর ষড়যন্ত্র। মনে রাখবেন ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস।বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ-কোটি নেতাকর্মীর হৃদয় থেকে ছাত্রলীগের আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়।"

বাংলাদেশ ছাত্রলীগ অচিরেই তার স্বমহিমায় উদ্ভাসিত হবে বাংলাদেশ ছাত্রলীগ তার সোনালি অতীতের মতো আবার ও  সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে বলে অন্যান্য বক্তারা অভিমত ব্যাক্ত করেছেন।- সংবাদ বিজ্ঞপ্তি 

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।