img

আসছে ‘ভুলভুলাইয়া ৪’, থাকছেন অক্ষয়-কিয়ারা!

প্রকাশিত :  ১২:৫০, ০৭ নভেম্বর ২০২৪

আসছে ‘ভুলভুলাইয়া ৪’, থাকছেন অক্ষয়-কিয়ারা!

শতকোটির ক্লাব ছুঁয়েছে ইতিমধ্যে ‘ভুলভুলাইয়া ৩’। মুক্তির কয়েকদিনে ছবিটি আয় করেছে ১২৫ কোটিরও বেশি। ধারণা করা হচ্ছে, ব্যবসার গ্রাফ এরকম থাকলে খুব শীঘ্রই ২০০ কোটি পার করবে এই ছবি।

এবার খবর, ছবির এমন সাফল্য নিয়েই ইতিমধ্য়েই ‘ভুলভুলাইয়া ৪’ ছবির প্রস্তুতি শুরু করে ফেলেছেন আনিস বাজমি। বলিউড সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন নির্মাতা। ‘ভুলভুলাইয়া ৩’র মতোই, এই ছবির চতুর্থ পর্বতেও থাকবে প্রচুর চমক।

শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে যেমন ‘মঞ্জুলিকা’ হয়ে ফিরেছেন বিদ্যা বালান। চতুর্থ পর্বেও থাকছেন তিনি। শুধু তাই নয়, খবর ‘ভুলভুলাইয়া ৪’-এ নাকি দেখা যেতে পারে অক্ষয় কুমার ও কিয়ারা আদবাণীকেও। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ ছবির টিম।

প্রসঙ্গত, ঠিক ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুলভুলাইয়া’। যা কিনা সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানাকে মেনেই তৈরি করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। হঠাৎ করেই ২ বছর আগে পরিচালক আনিস বাজমি ‘ভুলভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি। তৃতীয় কিস্তিতে চমক হিসেবে দেখা গেছে মাধুরী দীক্ষিতকে।

সূত্র: পিংকভিলা

img

পৌনে ১ কেজি স্বর্ণ জব্দ, অভিনেত্রী যুথীসহ আটক ২

প্রকাশিত :  ০৯:১৪, ০৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, গলার চেইনসহ প্রায় পৌনে এক কেজি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। 

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন । 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে দুবাই থেকে আসার একটি বিমানে তল্লাশী চালিয়ে ওই দুই যাত্রীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। 

আটককৃত যাত্রীরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা যুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। 

পরে তাদের আইন শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 

জানা যায়, বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে তারা দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান। 

উদ্ধারকৃত স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।