আগামী ১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখলেই জরিমানা
এবার পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিয়ে নতুন বিল পাস করেছে সুইজারল্যান্ড। এর ফলে দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানার মুখোমুখি হতে হবে নারীদের। সম্প্রতি এমন বিল পাস করেছে দেশটি।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার দেশটির সরকার জানিয়েছে, পাবলিক স্পেসে মুখ ঢেকে রাখার বা বোরখা পরার একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এর ফলে পাবলিক প্লেসে নারীরা বোরকা বা মুখে ঢেকে রাখতে পারবেন না।
প্রতিবেদন বলা হয়, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গণভোটে দেশটির জনগণ বোরকা পরিধান নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিল। পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়।
এদিকে বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এ আইনটির কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা ২০০৯ সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল।
সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং যারা এই আইনটি অমান্য করবে, তাদের এক হাজার সুইস ফ্রাংক (এক হাজার ১৪৪ ডলার) জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান।
উল্লেখ্য, এ নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক ও কনস্যুলার ভবন, উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানে প্রযোজ্য হবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মুখ কেবল তখনই পরা যাবে যখন তা স্বাস্থ্য, নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে প্রয়োজনীয় হবে। এ ছাড়া শৈল্পিক কাজ, বিনোদন এবং বিজ্ঞাপনেও এটি ব্যবহার করা যাবে। মতপ্রকাশ এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্যও অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখা যাবে।