img

সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

প্রকাশিত :  ০৯:৪৯, ০৯ নভেম্বর ২০২৪

সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী দলের এই অর্জনে দারুণ খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) নতুন কমিটি। সাফজয়ী দলের আনন্দ বাড়িয়ে দিতে দেড় কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। 

আজ বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ অক্টোবর নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে নারী দল। এরপর দেশে তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার হিসেবে নারী দলকে এক কোটি টাকা দেওয়া হয়। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদের ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেয়। এবার নারী ফুটবলারদের নিজ প্রতিষ্ঠান বাফুফেও সে পথে হাঁটল।

এর আগে, নেপালে মেয়েদের সাফ ব্যস্ততার মধ্যে গত ২৬ অক্টোবর ঢাকায় বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বাফুফে প্রধান হন তাবিথ আউয়াল। তার নেতৃত্বাধীন কমিটিই আজ বাফুফে ভবনে প্রথম সভায় মিলিত হয়। যেখানে প্রাধান্য পেয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে নারী দলের অর্জন।

আর্থিক পুরস্কার ছাড়াও নারী দলকে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আমিরুল ইসলাম।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

img

পাকিস্তানকে উড়িয়ে ভারতকে ফাইনালে পেল বাংলাদেশ

প্রকাশিত :  ১২:০৯, ০৬ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৩:৪৮, ০৬ ডিসেম্বর ২০২৪

টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেছেন তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।  তবে ইকবাল-মারুফদের গতির ঝলকে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ৩৭ ওভারে সব উইকেট খুইয়ে ১১৬ রানেই সাঙ্গ হয় ‘মেন ইন গ্রিন’র ইনিংস।

ফলে ফাইনালে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৭ রান। সে লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানে দুই উইকেট হারালেও শেষ পর্যন্ত অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দায়িত্বশীল ফিফটিতে ফাইনালে টিকিট পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই নাড়িয়ে দিয়েছিলেন পেসার মারুফ মৃধা। দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০) ফেরান তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে ফেরান এ পেসার।

অধিনায়ক সাদ বেগ আর মোহাম্মদ রিয়াজুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। সেট এই দুই ব্যাটারকেই আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।

৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কোনো ব্যাটারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত পাকিস্তান সব উইকেট হারিয়ে ১১৬ রান করেন। টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২৩ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার মারুফ মৃধা।

১১৭ রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাট করতে নেমে জাওয়াদ আবরার ও কামাল সিদ্দিকী ওপেনিং জুটি সুবিধা করতে পারেনি। দলীয় ২০ রানের মাথায় কামাল সিদ্দিকী শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২৮ রানেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে। জাওয়াদ আবরার ২৫ বলে ১৭ রান করে ফিরে যান।

তবে শিহাব জেমসকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে নেন অধিনায়ক তামিম। শিহাব ২৮ রানে নাভিদ খানের বলে ক্যাচ হয়ে ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক। ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি।

অন্য সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেট হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত। আগামিও ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।