img

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ১৩৩৭

প্রকাশিত :  ১৫:৩৮, ১০ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ১৩৩৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৩৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১০) নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৩৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৩৯৩ জনে।


img

বরিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ২ যুবকের মৃত্যু

প্রকাশিত :  ০৫:৩৩, ০৮ ডিসেম্বর ২০২৪

ছোট ট্রলি (ট্রাকের) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বরিশালের মুলাদীতে দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় মুলাদী উপজেলার কাজিরচর চর ইউনিয়নের বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের কামাল এবং আঃ রাজ্জাকের পুত্র  হুমায়ুন কবির বলে প্রাথমিক পরিচয় জানা গেছে।

পুলিশ জানায়, বাদামতলা এবং কলমখানের মোড়ের মাঝামাঝি মোটরসাইকেল এবং ছোট ট্রলি (ট্রাকের) মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত এবং অপরজন গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। 

নিহতরা হিজলা থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন।