img

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদের সাক্ষাৎ

প্রকাশিত :  ১৯:২৩, ১১ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৯:৪০, ১১ নভেম্বর ২০২৪

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদের সাক্ষাৎ
স্বাস্থ্য উপদেষ্টার সাথে রেড ক্রিসেন্টের নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ সদস্যদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির  (বিডিআরসিএস) চেয়ারম্যান ও নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ সদস্যগণ।

সোমবার (১১ নভেম্বর) সকালে মন্ত্রণালয়ে বিডিআরসিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের ১০ জন নবনিযুক্ত সদস্য ছিলেন।

সাক্ষাৎকালে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মানবতার কল্যাণে নবগঠিত বোর্ডকে আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা নূরজাহান বেগম।

এ সময় বিডিআরসিএসের চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান অবস্থা ও উন্নয়নে করনীয় বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্মন্ধে অবহিত করেন উপদেষ্টাকে। তিনি সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন।

সাক্ষাৎকালে ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ আবু জাফর, অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ, ড. মো. আমিনুল ইসলাম, ডা. মো. আবিদুল হক, ডা. সাইফুল আলম, মুহাম্মদ তুহিন ফারাবী, এয়ার কমোডর (অব.) শাহে আলম, ড. আহমেদ জামিল ইব্রাহীম, নূরুল ইসলাম (সাজু) ও মুহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

img

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৯৬ নতুন রোগী

প্রকাশিত :  ১৩:৩৮, ০৮ ডিসেম্বর ২০২৪

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯৬ জন।

রোববার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ৯৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৭২ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ৭৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৬ হাজার ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২৯ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।