img

ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত :  ০৮:৩৩, ১২ নভেম্বর ২০২৪

ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে কলেজছাত্রের মৃত্যু

ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খাওয়ার পর সজল দেবনাথ (১৯) নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। তিনি ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ঝালকাঠি সদরের জেলেপাড়া এলাকার বাসিন্দা সনাতন দেবনাথের ছোট ছেলে।

সজলের পরিবার জানায়, রোববার রাতে জগদ্ধাত্রী পূজার উৎসবে অংশ নিয়ে সজল বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ অস্বাভাবিক আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে দেখেন, সজলের পা বাঁধা অবস্থায় এবং তার কথিত প্রেমিকা তিথি খাটের নিচে লুকিয়ে আছেন। দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সজলের বড় বোন অভিযোগ করেন, তিথি তার বাসা থেকে সজলের জন্য নুডুলস নিয়ে আসেন, যা খাওয়ার পরই সজলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের ধারণা, নুডুলসে কোনো বিষাক্ত পদার্থ থাকতে পারে, যা সজলের মৃত্যুর কারণ হতে পারে।

প্রেমিকা তিথি জানান, তাদের দু’বছরের সম্পর্ক রয়েছে এবং জগদ্ধাত্রী পূজার দিন তারা কিছুক্ষণ সময় কাটান। তবে সজলের আচরণ নিয়ে মতবিরোধের কারণে তাদের মধ্যে তর্ক হয় এবং তিথি অভিযোগ করেন, সজল তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। ঘটনার দিন রাতে সজলের সঙ্গে কাটালেও তিনি ঘটনাটি আড়াল করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এ টি এম মেহেদী হাসান সামি জানান, গভীর রাতে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ চিকিৎসা করা হলেও সজলকে বাঁচানো সম্ভব হয়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব নয় বলে তিনি জানান।

এদিকে, ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।

img

বরিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ২ যুবকের মৃত্যু

প্রকাশিত :  ০৫:৩৩, ০৮ ডিসেম্বর ২০২৪

ছোট ট্রলি (ট্রাকের) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বরিশালের মুলাদীতে দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় মুলাদী উপজেলার কাজিরচর চর ইউনিয়নের বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের কামাল এবং আঃ রাজ্জাকের পুত্র  হুমায়ুন কবির বলে প্রাথমিক পরিচয় জানা গেছে।

পুলিশ জানায়, বাদামতলা এবং কলমখানের মোড়ের মাঝামাঝি মোটরসাইকেল এবং ছোট ট্রলি (ট্রাকের) মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত এবং অপরজন গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। 

নিহতরা হিজলা থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন।