img

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১

প্রকাশিত :  ১৫:১৮, ১২ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২১১ জন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে ৭০ জন মারা গেলেন।

এতে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ৩৬৭ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে গত অক্টোবর মাসেই ১৩৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৭৪ হাজার ৮০০ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪১১ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ১৮ জন ও সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে তিন হাজার ৯৮০ জন চিকিৎসা নিয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


img

বরিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ২ যুবকের মৃত্যু

প্রকাশিত :  ০৫:৩৩, ০৮ ডিসেম্বর ২০২৪

ছোট ট্রলি (ট্রাকের) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বরিশালের মুলাদীতে দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় মুলাদী উপজেলার কাজিরচর চর ইউনিয়নের বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের কামাল এবং আঃ রাজ্জাকের পুত্র  হুমায়ুন কবির বলে প্রাথমিক পরিচয় জানা গেছে।

পুলিশ জানায়, বাদামতলা এবং কলমখানের মোড়ের মাঝামাঝি মোটরসাইকেল এবং ছোট ট্রলি (ট্রাকের) মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত এবং অপরজন গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। 

নিহতরা হিজলা থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন।