img

বকেয়া বেতন চেয়ে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা

প্রকাশিত :  ০৫:৩৬, ১৩ নভেম্বর ২০২৪

বকেয়া বেতন চেয়ে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা

গাজীপুরে  ফের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় ওই পোশাক কারখানা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন।

একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, এর আগে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন টিএনজেড কারখানার শ্রমিকেরা। সোমবার (১১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। 


img

বরিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ২ যুবকের মৃত্যু

প্রকাশিত :  ০৫:৩৩, ০৮ ডিসেম্বর ২০২৪

ছোট ট্রলি (ট্রাকের) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বরিশালের মুলাদীতে দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় মুলাদী উপজেলার কাজিরচর চর ইউনিয়নের বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের কামাল এবং আঃ রাজ্জাকের পুত্র  হুমায়ুন কবির বলে প্রাথমিক পরিচয় জানা গেছে।

পুলিশ জানায়, বাদামতলা এবং কলমখানের মোড়ের মাঝামাঝি মোটরসাইকেল এবং ছোট ট্রলি (ট্রাকের) মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত এবং অপরজন গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। 

নিহতরা হিজলা থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন।