img

ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য

প্রকাশিত :  ০৫:০৫, ১৪ নভেম্বর ২০২৪

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ফোরাম মিডল্যান্ডস নেটওয়ার্ক কনফারেন্সে আমীরে জামায়াত

ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, দেশ গঠনে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য, রেমিট্যান্স যুদ্ধাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও কোন সরকার আমলেই প্রবাসীরা তাদের প্রাপ্য সম্মান পায়নি, ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি দেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রত্যয় ব্যক্ত করেন। আগামীর ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানে প্রবাসী ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি ১২ নভেম্বর ২০২৪, রোজ: মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় ব্যাংকুইটিং হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। 

বর্তমানে বৃটেনে সফররত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বক্তব্যের শুরুতে বাংলাদেশ এর বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নেতা কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি তার বক্তব্যে বিগত ১৬ বছরের জুলুম নির্যাতনের কথা বর্ননা করেন এবং ৫৭ জন সেনা অফিসার হত্যাকে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্টে পরিণত করার প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী স্বৈরাচার সরকার কর্তৃক সবচেয়ে নির্যাতিত হিসেবে দাবী করে তিনি দলীয় ১১ জন শীর্ষ নেতার বিচারিক হত্যার প্রতিবাদ জানান এবং আইনের মাধ্যমে এইসব হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে আমাদেরকে সোজা করে দেয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য দ্বীনের পথে চলা অনেক সহজ হয়ে যাবে। 

মুসলিম কমিউনিটি এসোসিয়েশন, West Midlands এর সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং ফরীদ মিয়ার পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কুরআন মাজীদ থেকে তিলাওয়াত করেন আব্দুল্লাহ সুহেল মাদানী। 

বক্তব্য রাখেন ব্যরিষ্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, মাওলানা এটিএম মুকাররম হুসাইন, মাওলানা সাইফুদ্দীন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নাশিদ পরিবেশনা করে স্থানীয় ইসলামী শিল্পীগোষ্ঠী রেনেসাঁ কালচারাল গ্রুপ। বক্তারা  জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্বরন করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। তিনি ব্যক্তি জীবন গঠনে জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের ভূমিকাকে স্বরণ করেন এবং ইসলামের সুমহান দাওয়াত সবার কাছে পৌছে দেয়ার জন্য আগত সকল নেতা কর্মীদের আহবান জানান।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।