img

আশাবাদী চশমা পরা মানুষের মতো দৃষ্টিভঙ্গি শ্রদ্ধার

প্রকাশিত :  ১৯:০৮, ১৪ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৯:২২, ১৪ নভেম্বর ২০২৪

আশাবাদী চশমা পরা মানুষের মতো দৃষ্টিভঙ্গি শ্রদ্ধার

শেষ ‘স্ত্রী-২’ সিনেমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত মনেও শক্ত জায়গা রয়েছে তার। ভৌতিক ঘরানার সিনেমায় কাজ করার কারণে আধ্যাত্মিক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে তিনি আধ্যাত্মিক বিষয়ের প্রতি বিশ্বাস নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। শ্রদ্ধা জানান, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি তার কৌতূহল রয়েছে। তবে তিনি এটা স্পষ্ট করেছেন, কোনো নির্দিষ্ট প্রথা বা মতাদর্শের প্রতি পুরোপুরি আস্থা রাখেন না এই অভিনেত্রী।

শদ্ধা আরও বলেন, পিতৃপক্ষের দিনে আমি দুটি পূজা করেছি। যা আমার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সনাতন সংস্কৃতিকে নির্দেশ করে। আমি ওই দিন কৌতূহলবশত পণ্ডিতের সঙ্গে বসেছিলাম এবং তার কাছে আগামী নয় দিনের উৎসব সম্পর্কে জানতে চেয়েছিলাম। কারণ আমি ঐশ্বরিক দেবী শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে চেয়েছিলাম।

আধ্যাত্মিকতা নিয়ে অভিনেত্রীর রয়েছে বেশ কিছু মজার অভিজ্ঞতা। এ নিয়ে তিনি আরও জানান, আধ্যাত্মিকতা তার জন্য একটি মজার অভিজ্ঞতা মাত্র। যেটাকে তিনি নিজ জীবনের ঘটনাবলির সঙ্গে সরাসরি যুক্ত করেন না।

শ্রদ্ধার ভাষ্য, ‘এটা এমন কিছু নয় যেটা আমাকে আকর্ষণ করবে। তবে পুরো বিষয়টা বেশ মজার। যদিও আমি কৌতূহলী, আমি কখনও আমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাগুলোকে একেবারে এই চিন্তাধারাগুলোর সঙ্গে সম্পর্কিত করে দেখিনি।’

এদিকে জানা যায় শ্রদ্ধা ইতিবাচক শক্তিতে বিশ্বাস করেন। জীবনে চলার পথে উত্থান-পতনকে তিনি ইতিবাচক ভাবে ভেবে থাকেন। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমার অন্তর সবসময় ইতিবাচক সবকিছুর প্রতি বিশ্বাস রাখে। আমি এতটাই আশাবাদী মানুষ যে, আমার দৃষ্টিভঙ্গি পৃথিবীর সবচেয়ে আশাবাদী চশমা পরা মানুষের মতো।

শ্রদ্ধাকে সর্বশেষ হরর কমেডি ‘স্ত্রী -২’ সিনেমাতে দেখা যায়। সিনেমাটি পরিচালনা করেন অমর কৌশিক। প্রায় ১২০ কোটি রুপী ব্যয়ে নির্মিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেন ‘তামান্না ভাটিয়া’, ‘বরুণ ধাওয়ান’, ‘অক্ষয় কুমার’সহ অনেকে। ছবিটি বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৮৭৪ কোটি রুপী।


img

যে কারণে এখনও অবিবাহিত অভিনেত্রী পায়েল

প্রকাশিত :  ০৮:৫৯, ০৯ ডিসেম্বর ২০২৪

টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পায়েল সরকার। ‘আই লাভ ইউ’ সিনেমায় দেবের বিপরীতে টলিউডে অভিষেক হয় তার। ক্যারিয়ারে একাধিক তারকার সঙ্গে সিনেমা করেছেন। অনেকের সঙ্গে সম্পর্কের কথা সামনে এলেও পায়েল আজও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন।

আর কেন তার জীবনে কোনো প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি, সেই প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী। 

সম্প্রতি দাদাগিরিতে এসে আরো একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বললেন পায়েল। যেখানে তিনি জানালেন, কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি। পায়েল বলেন, তিনি কোনো সম্পর্কে যেতে পারেননি কারণ তার মা-বাবা।

বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার সম্মতি প্রয়োজন। সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারে না পরিবার। যদিও সেটা সন্তানের ভালোর জন্যই।