img

এবার সৌদি আরবে কনসার্ট করবেন জেমস

প্রকাশিত :  ১০:০৬, ১৮ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:০৮, ১৮ নভেম্বর ২০২৪

এবার সৌদি আরবে কনসার্ট করবেন জেমস

জনপ্রিয় রক ব্যান্ড নগরবাউল মানেই জেমস। এই গুণী শিল্পী সবসময়ই কাজের বেশ ব্যস্ততায় থাকেন । দেশ ছাড়াও বিদেশেও কনসার্ট মাতান তিনি। সুখবর হলো এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করবেন জেমস।

আগামী ২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রাজধানী রিয়াদে যাচ্ছে জেমস। সেখানে একটি কনসার্টের আয়োজন করবে জেমস ভক্তরা। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

এ বিষয়ে ঠাকুর বলেন, ‘২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। কনসার্ট করতে আগামী ২০ নভেম্বর দেশ ছাড়বে দলটি।"

এছাড়াও জানা যায়, ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবেন নগরবাউল। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।


img

বাগ্‌দানের খবর নিজেই জানালেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা

প্রকাশিত :  ০৭:১৪, ১৫ জুন ২০২৫

ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা অবশেষে নানা জল্পনার অবসান ঘটালেন। নিজেই জানালেন তার বাগ্‌দানের খবর। ভক্তদের সেই বহু প্রতীক্ষিত ‘লাখ টাকার’ প্রশ্ন—ক্যালাম টার্নারের সঙ্গে তার বাগ্‌দান সেরেছেন কি না, তার উত্তর এল সরাসরি ডুয়ার কাছ থেকেই।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ভোগ-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই গায়িকা বলেন, ‘হ্যা, আমরা বাগ্‌দান সেরেছি। এটা ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্তটা অনেক সুন্দর। সারা জীবন একে অপরের সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাই একে আরও বিশেষ করে তোলে।’

ডুয়া আরও জানান, বাগ্‌দানের আগে ক্যালাম তার বোন ও কাছের বন্ধুদের সঙ্গে পরামর্শ করে আংটিটি তৈরি করেছিলেন। তিনি বলেন,‘সে আমাকে ঠিক কতটা ভালো বোঝে, সেটা এই আংটি দেখেই বোঝা যায়।’

ডুয়ার বাগ্‌দানের গুঞ্জন প্রথম চাউর হয় গত বছরের বড়দিনে। বছরের শেষের দিকে তার হাতে একটি বিশেষ আংটি দেখা যায়, এরপর সবাই ধরেই নেয় বাগ্‌দান সেরেছেন ডুয়া। তবে তখন এ সম্পর্কে কিছুই জানাননি তিনি। এখন বাগ্‌দানের কথা স্বীকার করলেও কবে সেটা সেরেছেন, সেটা প্রকাশ করেননি ব্রিটিশ গায়িকা।

গায়িকা জানান, শিগগিরই তারা বিয়ে করতে চান তারা, তবে দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ডুয়া জানান, তার চলমান বিশ্বভ্রমণ কনসার্ট শেষ করেই বিয়ের দিনক্ষণ পাকা করবেন। চলতি বছরের ডিসেম্বরে মেক্সিকোতে শেষ হবে তার ওয়ার্ল্ড ট্যুর। ‘আমরা এ সময়টা উপভোগ করছি। আমি কখনো বিয়ে নিয়ে খুব একটা ভাবিনি, তবে বাগ্‌দানের পর বিয়ে নিয়ে রোমাঞ্চিত। বিয়ের দিন কী পরব, সেটা নিয়েই ভাবছি।’ বলেন ডুয়া।

এক বছরের বেশি সময় একসঙ্গে আছেন ডুয়া ও ক্যালাম। ৩৫ বছর বয়সী লন্ডনের এই অভিনেতা ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’ দিয়ে পরিচিতি পান। ২০২০ সালে বিবিসি ওয়ানের ‘দ্য ক্যাপচার’ সিরিজে অভিনয়ের জন্য বাফটা মনোনয়নও পেয়েছিলেন তিনি।

বর্তমানে টার্নার ব্যস্ত নতুন কাজ নিয়ে। তিনি অভিনয় করছেন অ্যাপল টিভি প্লাসের নতুন সায়েন্স ফিকশন সিরিজ ‘নিউরোমান্সার’-এ; এটি তৈরি হচ্ছে উইলিয়াম গিবসনের ১৯৮৪ সালের উপন্যাস অবলম্বনে।