img

চেতনা যুব পরিষদের উদ্যোগে ফ্রি খতনা কর্মসূচি সম্পন্ন

প্রকাশিত :  ১৬:২৭, ১৮ নভেম্বর ২০২৪

চেতনা যুব পরিষদের উদ্যোগে ফ্রি খতনা কর্মসূচি সম্পন্ন

প্রত্যেক মুসলমান ছেলে শিশুদের খতনা করানো সুন্নাত। বাংলাদেশে অনেক গরীব মানুষ আছেন, যারা টাকার অভাবে ছেলেদের খতনা করাতে পারছেন না। তাই তাদের সাহায্য করতে চেতনা সমাজ কল্যাণ সংস্থা যুক্তরাজ্যের অর্থায়নে এবং জুলকার নায়েন ফাউন্ডেশনের সহযোগিতায় চেতনা যুব পরিষদের উদ্যোগে ফ্রি খতনা কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

গত ৯ নভেম্বর শনিবার সিলেট নগরীর আম্বরখানাস্থ বরকতিয়া হাউজে চেতনা যুব পরিষদের সহ-সভাপতি আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম কাওছার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার বরকতিয়া মার্কেট এর পরিচালক আতিক রাহী, এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, চেতনা যুব পরিষদের  উপদেষ্টা ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, হোটেল পলাশের পরিচালক আবিদ হারুন, পায়রা সমাজকল্য্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মুসাদ্দিকুন নবী, চেতনা যুব পরিষদের সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সিলেট আম্বরখানা মঈন কমপ্রেক্স এর পরিচালক মুক্তা আহমদ, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন, বরকতিয়া মার্কেট এর পরিচালক ইব্রাহিম খলিল, উম্মুল কুররা একাডেমির প্রিন্সিপাল আহমদুল হক উমামা, চেতনা যুব পরিষদ এর সাহিত্য সংস্কৃতিক সম্পাদক সদস্য ক্বারী বেলাল আহমদ, সৈয়দ সায়েফ আহমদ, কাওসার আহমদ, আদনান আহমদ (মজনু) ওয়াহিদুর রহমান, মাসুম আহমদ, ডা: মিসবাউল হক, উপদেষ্টা মোশাহিদ উদ্দিন, মালেক খান শাফি, মিজানুর রহমান, হাকীম আফরোজ হোসেন, আব্দুল মুহিত চৌধুরী বাবু, মাহবুব আহসান শাহেদ, কবি কামাল আহমদ, দুলাল আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।

চেতনা সমাজ কল্যান সংস্থা যুক্তরাজ্যের সভাপতি এম জি কিবরিয়া এক ভিডিও বার্তায় খতনা কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের জন্য সকল দাতা এবং উদ্যোক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

সুন্নাতে খতনার পরে শিশুদের মাঝে বিনামূল্যে ঔষধ, লূঙ্গি ও গেঞ্জি বিতরণ করা হয়।- সংবাদ বিজ্ঞপ্তি 


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রাশিয়া

প্রকাশিত :  ০৮:০১, ২৮ নভেম্বর ২০২৪

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত রাশিয়ার কুরস্ক অঞ্চলে একজন ‘ব্রিটিশ ভাড়াটে সেনা’কে আটক করেছে রুশ বাহিনী। নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ওই এলাকা এখনো আংশিকভাবে কিয়েভ বাহিনী নিয়ন্ত্রণ করছে।  

রাশিয়ান সূত্রটি গতকাল রবিবার আরআইএতে প্রকাশিত এক প্রতিবেদনে আরআইএকে বলেছে, ‘গ্রেট ব্রিটেনের একজন ভাড়াটে সেনা নিজের নাম জানিয়েছে।

তিনি তার নাম বলেছে, জেমস স্কট রিস অ্যান্ডারসন। তাকে বন্দি করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গতকাল রবিবার অনানুষ্ঠানিক রাশিয়ান একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একজন দাড়িওয়ালা যুবক, তিনি সামরিক পোশাক পরে আছেন। তার হাত দুটি পেছনে বাঁধা বলে মনে হচ্ছিল।

তিনি ইংরেজিতে বলেছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলেছেন এবং তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিও এবং আরআইএ ও অন্যান্য মিডিয়ার প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। 

ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে বিবিসি এর আগে জানিয়েছিল, ‘ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা এক ব্রিটিশ ব্যক্তিকে আটকের প্রতিবেদন দেখার পর তার পরিবারকে সমর্থন করছে।’

ইউক্রেন বাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে আশ্চর্যজনক অনুপ্রবেশ ঘটিয়েছিল। তারা রাশিয়ার এ অঞ্চলের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।

সূত্র : রয়টার্স


যুক্তরাজ্য এর আরও খবর