
`শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি’ শীর্ষক বইটি পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হবে'

হুমায়ুন কবির বুলবুল
ফ্যাসিবাদের অন্যতম বৈশিষ্ট্যই হল গুম,খুন ও গণহত্যা। এসবের মাধ্যমে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করা হয়। ভয়ে মুখ খোলে না জনগণ। ফ্যাসিস্ট শেখ হাসিনাও ছিল না তার ব্যতিক্রম।
২০০৮ সালের বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর জনপ্রিয় বিএনপি নেতা চৌধুরী আলমকে গুমের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করে আওয়ামী লীগ। তারপর থেকে গত ১৬ বছরে হাজার হাজার মানুষ খুন ও গুমের স্বীকার হয়েছে। সবশেষ গত জুলাই-আগস্টে পাক বাহিনীর আদলে চালানো হয় ইতিহাসের নৃশংসতম গণহত্যা।হাজার হাজার শহীদ ও পঙ্গুত্ব বরনকারীদের রক্তে রঞ্জিত হয় সারা দেশ।
ফ্যাসিস্ট শেখ হাসিনার খুন,গুম ও গণহত্যার রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন অনুসন্ধানী সাংবাদিক অলিউল্লাহ নোমান। দৈনিক আমার দেশের পাতায় তুলে ধরেছেন অনেক সচিত্র প্রতিবেদন। এক পর্যায়ে নিজেই পরিণত হয়েছেন স্বৈরাচারের টার্গেটে। জেল-জুলুম সহ্য করে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ২০১২ তে। তবে নির্বাসিত জীবনেও থেমে থাকেনি অলিউল্লাহ নোমানের কলম। দীর্ঘ ১৬ বছরের বিরোধী দলমতের ওপর সীমাহীন নিপীড়ন ও নির্যাতনের চিত্র তুলে ধরেছেন তার সদ্য প্রকাশিত "শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি" শীর্ষক গ্রন্থে। ছাত্র, ]জনতা ও রাজনৈতিক শক্তির সফল বিপ্লবের পর এটিই এ ধরনের প্রথম বই।
অলিউল্লাহ নোমান তার বইটিকে প্রধানত নিচের ৬ টি অধ্যায়ে বিন্যস্ত করেছেন:
১. গুম ও টার্গেট কিলিংয়ের ঘটনা: বইটির প্রথম পর্বে লেখক তুলে ধরেছেন অর্ধ শতাধিক খুন ও গুমের ঘটনা, যেখানে ভিন্ন মতের কারণে সরকার দলীয় নেতা-কর্মীরাও রক্ষা পায় নি। বিশেষত, এ পর্যায়ে আওয়ামী দুঃশাসনের ১৬ বছরে একের পর এক গুম ও ক্রসফায়ারের নামে টার্গেট কিলিংয়ের হৃদয় বিধারক ঘটনাসমূহের করুন চিত্র ফুটে ওঠেছে।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান: স্বাধীন বাংলা প্রকাশ, ৩৪ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা। মোবাইল: 01790-893399
অনলাইন পরিবেশনা: বঙ্গমেলা https://www.facebook.com/bongomela.combd
https://www.facebook.com/share/p/14SwS8kT7K/
হুমায়ুন কবির বুলবুল: বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সাবেক ডেপুটি এটর্নী জেনারেল।
প্রাক্তন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার, `দৈনিক ইত্তেফাক' ও `The New Nation'.
অধুনালুপ্ত `দৈনিক বাংলা'র সাবেক সুপ্রীম কোর্ট রিপোর্টার।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট ও সিন্ডিকেট সদস্যG