img

ইনস্টাগ্রাম তো এখন পর্ন হাবে পরিণত হয়েছে: নেহা

প্রকাশিত :  ০৭:০৬, ২১ নভেম্বর ২০২৪

ইনস্টাগ্রাম তো এখন পর্ন হাবে পরিণত হয়েছে: নেহা

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন সর্বদা স্পষ্ট কথা বলার জন্য পরিচিত। সম্প্রতি তিনি তার নতুন গান, ‘তু জানতা হে’ লঞ্চের সময় অনলাইন ট্রোলিং এবং বডি শেমিং- এর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি। 

সম্প্রতি ৪২তম জন্মদিনে গায়িকা নেহা ভাসিন তার নতুন গানের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের কঠিন সময়ের কথা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, তখন ততটাও ফেমাস হইনি আমি। সেই সময় আমার ছবি তুলে ‘কে বলুন তো?’ ক্যাপশন দিয়ে পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে। এই ঘটনাগুলো ভীষণভাবে মানসিক দিক থেকে প্রভাবিত করেছিল আমাকে।

গায়িকা বলেন, ‘আমি হাইপার পজিটিভ ব্যক্তি নই। এই জিনিসগুলো আমার ভীষণ খারাপ লেগেছিল। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আমি। ইনস্টাগ্রাম তো এখন পর্ন হাবে পরিণত হয়ে গেছে। তবে এমন হওয়া একেবারেই উচিত নয়। সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলোকে তুলে ধরা উচিত, অনেক বেশি ভারসাম্য রাখা উচিত মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে। তবে সবকিছু ভালো হবে।

পেশাগত উত্থান পতনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কখনো কখনো মনে হয়েছে সবকিছু ছেড়ে চলে যাব। কখনো আবার মনে হয়েছিল, সবাইকে প্রমাণ করে দেখাতে হবে নিজেকে। সবকিছু মিলিয়ে একটি রোলারকোস্টার হয়ে গিয়েছিল আমার জীবন। 

তিনি জানান, আপনি যদি ১০ থেকে ১৫ বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন আমি কি করতে চাই জীবনে, আমার থেকে অন্যরকম উত্তর পেতেন আপনি। তবে এখন আমি জানি, আমায় কী করতে হবে।

সংগীত জগতের যাত্রার কথা মনে করে তিনি বলেন, প্রথমে সিডি বিক্রি করে আমি নিজের যাত্রা শুরু করেছিলাম। ধীরে ধীরে রেডিও স্টেশন দিয়ে কাজ শুরু করি। অনেক প্রতিকূলতা সম্মুখীন হয়ে অবশেষে সফলতার মুখ দেখেছিলাম আমি।


img

যে কারণে এখনও অবিবাহিত অভিনেত্রী পায়েল

প্রকাশিত :  ০৮:৫৯, ০৯ ডিসেম্বর ২০২৪

টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পায়েল সরকার। ‘আই লাভ ইউ’ সিনেমায় দেবের বিপরীতে টলিউডে অভিষেক হয় তার। ক্যারিয়ারে একাধিক তারকার সঙ্গে সিনেমা করেছেন। অনেকের সঙ্গে সম্পর্কের কথা সামনে এলেও পায়েল আজও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন।

আর কেন তার জীবনে কোনো প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি, সেই প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী। 

সম্প্রতি দাদাগিরিতে এসে আরো একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বললেন পায়েল। যেখানে তিনি জানালেন, কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি। পায়েল বলেন, তিনি কোনো সম্পর্কে যেতে পারেননি কারণ তার মা-বাবা।

বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার সম্মতি প্রয়োজন। সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারে না পরিবার। যদিও সেটা সন্তানের ভালোর জন্যই।