‘৫০ এক্টিভ ক্লাব চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ সফলভাবে সম্পন্ন
‘৫০ এক্টিভ ক্লাব ইউকে’র আয়োজনে গত ২০ নভেম্বর বুধবার ডেভন্স রোড স্পোর্টস সেন্টারে ‘৫০ এক্টিভ ক্লাব চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ সফলভাবে সম্পন্ন হয়েছে।উক্ত চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রতিটি খেলা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলো।
চ্যারিটি টুর্নামেন্টে মোট পাঁচটি টিম অংশগ্রহণ করে এবং প্রতিটি টিমে দশজন করে খেলোয়াড় ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা সম্পন্ন হয়েছে; প্রতিটি খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট এর আন্তরিক সহযোগিতায় এই টুর্নামেন্ট সফল হয়েছে।
‘৫০ এক্টিভ ক্লাব ইউকে’র সাধারণ সম্পাদক আনফর আলীর পরিচালনায় খেলার শুরুতে সংগঠনের সভাপতি সৈয়দ সালিক সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের এই মহান কাজ আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় সফল হবে ইনশাআল্লাহ।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দল ও খেলায় অংশগ্রহণকারী দলগুলোকে পুরস্কার প্রদান করা হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, ক্লাবের সহ সভাপতি দৌলত খান বাবুল, ফাহিম বিলাল, ট্রেজারার কবির চৌধুরী, স্পোর্টিং ফাউন্ডেশনের সিইও আরোজ মিয়া, স্পোর্টিং ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান জাকির খান, বিজি ব্যাডমিন্টন ক্লাবের মোহাম্মদ সাদিক, জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক আব্দুল বাছির, ফিফটি এ্যাকটিভ ক্লাবের সদস্য ও ওয়ার্ল্ড ক্যারেম ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ আলী রিংকু, ক্লাবের সদস্য ও ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি আব্দুল লতিফ নিজাম, মোহাম্মদ আজাদ, শ্যাডওয়েল এন্টারপ্রাইজের পরিচালক আশিক রহমান, জামাল আহমেদ খান, জাকির হোসেন ময়নুল, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন, ছালেহ আহমদ, অনলাইন নিউজ ইউকে, বিডি টিভির মোহাম্মদ মোমেন।
সংগঠনের সভাপতি বলে, “টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল টিম, খেলোয়াড়, ম্যানেজার ও পৃষ্টপোষকসহ ৫০ এক্টিভ ক্লাব ইউকে’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের সকল সম্মানিত সদস্য, আগত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারকবাদ। আপনাদের সম্মিলিত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতায় অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে মানবতার কল্যাণে নেয়া এই মহৎ উদ্যোগ “