img

লন্ডনে মার্কিন দূতাবাস বন্ধ : সন্দেহজনক প্যাকেট ধ্বংস

প্রকাশিত :  ১২:২১, ২২ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৯:১৩, ২২ নভেম্বর ২০২৪

লন্ডনে মার্কিন দূতাবাস বন্ধ : সন্দেহজনক প্যাকেট ধ্বংস

মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: লন্ডনে মার্কিন দূতাবাসের কাছে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে। লন্ডন মেট্টোপলিটন পুলিশ বলছে, প্যাকেটটি তারা দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস করে দিয়েছে। তবে, এই ঘটনায় মার্কিন দূতবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

লন্ডনস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) একটি বিবৃতি পোস্ট করে বলেছে, নাইন এলমস কমপ্লেক্সের বাইরে একটি সন্দেহজনক প্যাকেজ তদন্ত করছেন কর্মকর্তাগণ। একটি বিকট শব্দের বিস্ফোরেণের শব্দ শোনার পর লন্ডন মেট পুলিশ নিশ্চিত করেছে যে, এলাকায় তারাই বিস্ফোরণটি চালিয়েছিল এবং চলাচল সীমিত করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান, এলাকাটি সশস্ত্র পুলিশ ঘিরে ফেলে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, দূতাবাস এলাকা থেকে পথচারীদের সরিয়ে দেওয়ার জন্য একটি কর্ডন প্রস্তুত করা হয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষ লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে একটি সন্দেহজনক প্যাকেজ তদন্ত করছে। ঘটনাস্থলে মেট পুলিশ উপস্থিত রয়েছে এবং সতর্কতার জন্য পন্টন রোড বন্ধ করে দেয়া হয়েছে।

মার্কিন দূতাবাস এ ব্যাপারে পরবর্তীতে আরও তথ্য প্রদান করবে বলে বিবৃতিতে জানিয়েছে।

লন্ডন মেট পুলিশ বলেছে, আমরা নিশ্চিত করতে পারি যে কিছুক্ষণ আগে এলাকায় রিপোর্ট করা বিকট শব্দের বিস্ফোরণ অফিসারদের দ্বারা পরিচালিত একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল। তদন্ত এখনও চলছে এবং আপাতত কর্ডন থাকবে।

এর আগে ফোর্সটি এক্স-এ পোস্ট করেছিল, আমরা নাইন এলমে মার্কিন দূতাবাসের আশেপাশে একটি ঘটনা সম্পর্কে অনলাইনে ব্যাপক আলোচনা সম্পর্কে অবগত আছি।

কিয়েভে মার্কিন দূতাবাস বুধবার সম্ভাব্য উল্লেখযোগ্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেটি বন্ধ করার ঘোষণা দেয় এবং ইউক্রেনের নাগরিকদের দ্রুত আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য বলে।

এ ঘোষণার কয়েকদিন পর লন্ডনের মার্কিন দূতাবাসের পাশে এ ঘটনা ঘটে। দুটি ঘটনা পারস্পরিক সম্পর্কযুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রাশিয়া

প্রকাশিত :  ০৮:০১, ২৮ নভেম্বর ২০২৪

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত রাশিয়ার কুরস্ক অঞ্চলে একজন ‘ব্রিটিশ ভাড়াটে সেনা’কে আটক করেছে রুশ বাহিনী। নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ওই এলাকা এখনো আংশিকভাবে কিয়েভ বাহিনী নিয়ন্ত্রণ করছে।  

রাশিয়ান সূত্রটি গতকাল রবিবার আরআইএতে প্রকাশিত এক প্রতিবেদনে আরআইএকে বলেছে, ‘গ্রেট ব্রিটেনের একজন ভাড়াটে সেনা নিজের নাম জানিয়েছে।

তিনি তার নাম বলেছে, জেমস স্কট রিস অ্যান্ডারসন। তাকে বন্দি করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গতকাল রবিবার অনানুষ্ঠানিক রাশিয়ান একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একজন দাড়িওয়ালা যুবক, তিনি সামরিক পোশাক পরে আছেন। তার হাত দুটি পেছনে বাঁধা বলে মনে হচ্ছিল।

তিনি ইংরেজিতে বলেছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলেছেন এবং তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিও এবং আরআইএ ও অন্যান্য মিডিয়ার প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। 

ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে বিবিসি এর আগে জানিয়েছিল, ‘ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা এক ব্রিটিশ ব্যক্তিকে আটকের প্রতিবেদন দেখার পর তার পরিবারকে সমর্থন করছে।’

ইউক্রেন বাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে আশ্চর্যজনক অনুপ্রবেশ ঘটিয়েছিল। তারা রাশিয়ার এ অঞ্চলের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।

সূত্র : রয়টার্স


যুক্তরাজ্য এর আরও খবর