প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক: সানা খান
বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন এ অভিনেত্রী। এরপর শুরু করেন সংসার। গত বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেটদুনিয়া।
প্রথম সন্তান জন্মের দেড় বছর পার না হতেই আবার মা হতে চলেছেন সানা খান। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন এ অভিনেত্রী।
তিনি লিখেছেন— এ ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।
কিছু দিন আগে রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।
এ অভিনেত্রী বলেন, যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীর আঁটসাঁট বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটি কি আপনার ভালো লাগে?
উল্লেখ্য, ‘বিগ বস-৬’ এবং সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সানা।