img

কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের জন্য দুঃসংবাদ

প্রকাশিত :  ১৫:৩২, ২৩ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৫:৩৮, ২৩ নভেম্বর ২০২৪

কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের জন্য দুঃসংবাদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন পুলিশের অনেক সদস্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দফায় দফায় তাদের কাজে ফেরানোর চেষ্টা করা হয়। এরপরেও ১৮৭ জনের মতো পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি।

কর্মস্থলে অনুপস্থিত এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পুলিশ সদর দফতরের তথ্যমতে, কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের বেতন-ভাতা বন্ধের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ সদরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য কর্মস্থলে এখনো যোগ দেননি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক থাকা সদস্যদের গ্রেফতারে পুলিশের আলাদা টিমও গঠন করা হয়েছে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সে জন্যও পাসপোর্ট বাতিল করা হচ্ছে বলেও জানান তিনি।

সদর দফতরের তথ্যমতে, পুলিশের পলাতক ১৮৭ সদস্যের মধ্যে একজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সাত জন, দুই জন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচ জন, পুলিশ পরিদর্শক পাঁচ জন, ১৪ জন এসআই ও সার্জেন্ট, ৯ জন এএসআই, নায়েক পদের সাত জন এবং ১৩৬ জন কনস্টেবল রয়েছেন। 

img

ঘনকুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা

প্রকাশিত :  ০৬:২২, ০৯ ডিসেম্বর ২০২৪

ঘনকুয়াশা ও শীতল বাতাসে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বেড়েই চলেছে শীতের তীব্রতা। ঠাণ্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় জবুথুবু জনজীবন। নিম্নআয়ের মানুষ রয়েছে চরম দুর্ভোগে। ক্ষতি হচ্ছে ফসলের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগবালাই। 

ঘনকুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন পঞ্চগড়রে সাধারণ মানুষ। বিশেস করে বেকায়দায় পড়ছেন খেটে খাওয়া নিম্নআয়ের লোকজন। তীব্র ঠান্ডা আর র্পযাপ্ত গরম কাপড়ের অভাবে কাজে বরে হতে পারছেনা অনেকেই।

গত কয়েকদিন ধরে এ জেলার তাপমাত্রার পারদ ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সোমবার সকাল ৬টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

ঘনকুয়াশা আর হিমেল বাতাসের কারণে শহর ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে আসায় প্রয়োজনীয় যাত্রী না পেয়ে অর্থ কষ্টে পড়েছে রিকশা, ব্যাটারী চালিত অটোচালকেরা। তীব্র ঠান্ডার কারণে আজও পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের বর্হিবিভাগে বিভিন্ন রোগে আক্রান্ত লোকজনের ভীড় বেড়েছে।

রংপুরে অব্যাহত রয়েছে শীতের তীব্রতা। ঠাণ্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় জবুথুবু জনজীবন। শীত ও কুয়াশার কারনে শ্রমজীবী আর কর্মজীবী মানুষ শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে।  ক্ষতি হচ্ছে ফসলের। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাবার সাথে সাথে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ বালাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুরা ভাইরাস জ্বর আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় করছে। 

চুয়াডাঙ্গায় প্রতদিনিই তাপমাত্রা কমছে, বাড়ছে শীতরে তীব্রতা । দুর্ভোগে পড়েছেন খাওয়া মানুষ। শীতবস্ত্ররে অভাবে অসহায় মানুষ  কষ্টে রয়ছে। সরকারি ও বেসরকারি র্পযায়ে শীতবস্ত্র বিতরণের আহবান জানিয়েছে দরিদ্র মানুষরো। বাড়ছে শীতজনিত রোগবালাই।