ডেইলি মিররের প্রতিবেদন

img

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস

প্রকাশিত :  ১৬:০১, ২৩ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৮:৫১, ২৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিছু দিনের মধ্যে তিনি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে সফর করতে পারেন।

চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ রাজা।

প্রতিবেদনের তথ্য বলছে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন। ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

তবে কবে নাগাদ রাজা-রানির এই সফর শুরু হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডেইলি মিরর।

গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন। তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ- বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পর বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন। এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানির সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সূত্রের বরাতে ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, রাজা-রানির জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে, যা বিশ্বমঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে। এই সময়ে ব্রিটেনের জন্য রাজা এবং রানিই জুতসই রাষ্ট্রদূত।

ডেইল মিরর বলছে, রাজর সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সাথে আলোচনার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে।


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রাশিয়া

প্রকাশিত :  ০৮:০১, ২৮ নভেম্বর ২০২৪

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত রাশিয়ার কুরস্ক অঞ্চলে একজন ‘ব্রিটিশ ভাড়াটে সেনা’কে আটক করেছে রুশ বাহিনী। নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ওই এলাকা এখনো আংশিকভাবে কিয়েভ বাহিনী নিয়ন্ত্রণ করছে।  

রাশিয়ান সূত্রটি গতকাল রবিবার আরআইএতে প্রকাশিত এক প্রতিবেদনে আরআইএকে বলেছে, ‘গ্রেট ব্রিটেনের একজন ভাড়াটে সেনা নিজের নাম জানিয়েছে।

তিনি তার নাম বলেছে, জেমস স্কট রিস অ্যান্ডারসন। তাকে বন্দি করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গতকাল রবিবার অনানুষ্ঠানিক রাশিয়ান একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একজন দাড়িওয়ালা যুবক, তিনি সামরিক পোশাক পরে আছেন। তার হাত দুটি পেছনে বাঁধা বলে মনে হচ্ছিল।

তিনি ইংরেজিতে বলেছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলেছেন এবং তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিও এবং আরআইএ ও অন্যান্য মিডিয়ার প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। 

ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে বিবিসি এর আগে জানিয়েছিল, ‘ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা এক ব্রিটিশ ব্যক্তিকে আটকের প্রতিবেদন দেখার পর তার পরিবারকে সমর্থন করছে।’

ইউক্রেন বাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে আশ্চর্যজনক অনুপ্রবেশ ঘটিয়েছিল। তারা রাশিয়ার এ অঞ্চলের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।

সূত্র : রয়টার্স


যুক্তরাজ্য এর আরও খবর