img

জড়ো হচ্ছেন কবি নজরুল-সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত :  ০৫:৩০, ২৫ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:০১, ২৫ নভেম্বর ২০২৪

জড়ো হচ্ছেন কবি নজরুল-সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর ৩৫ কলেজের ছাত্রদের সমন্বিত হামলার জেরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের ছাত্ররা মেগা মানডে কর্মসূচি ঘোষণা করেছেন।সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র লুটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে জড়ো হচ্ছেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ১০টা থেকে কবি নজরুল কলেজের সামনে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, গতকাল হামলার তদন্ত এবং রাষ্ট্রীয় কোনো উত্তর, সোহারাওয়ার্দী কলেজ এবং মাহাবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে সমস্যার সুষ্ঠু সমাধানে কোনো উত্তর না পাওয়ায় আজ এই কর্মসূচি তাদের। তাদের সঙ্গে সাত কলেজের সমর্থন রয়েছে বলেও জানান শিক্ষার্থীরা।

সোহরাওয়ার্দী কলেজের বিক্ষোভ মিছিলের মুখপাত্র লিখন ইসলাম জানান, গতকাল সংবাদ সম্মেলনে রাত ১০টার মধ্যে কলেজে হামলা, ভাঙচুর ও লুট হওয়া ঘটনার সুষ্ঠ সমাধানের রোডম্যাপ দেয়ার কথা জানান। কিন্তু কলেজ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আশ্বাস পাননি তারা। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ মিছিল করবেন তারা।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের দাবি- গতকাল হওয়া হামলার সঠিক তদন্ত করে অপরাধীদের নজিরবিহীন শাস্তি দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হামলা কোনো শিক্ষার্থীরা করতে পারে না।

মোল্লা কলেজ সমস্যা সমাধানে কতটুকু এগিয়েছে সে বিষয়ে বিক্ষোভ মিছিলের মুখপাত্র লিখন ইসলাম বলেন, ‘গতকাল সোহরাওয়ার্দী কলেজে হামলার ঘটনা এবং সংবাদ সম্মেলন নিয়ে ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় নানারকম উস্কানিমূলক পোস্ট করেছে। তাতে তারা নিজেদেরকে শিক্ষার্থী পোশাকে সন্ত্রাসী পরিচয় দিয়েছে।’

এর আগে, মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের ভুল চিকিৎসায় মৃত্যুকে কেন্দ্র করে হওয়া বিক্ষোভ মিছিলে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের ছাত্রদলের হামলার অভিযোগে গতকাল রোববার ডিএমআরসি-সহ ১৯টি কলেজ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।


img

২০২৫ সালে ‘শনিবারও স্কুল খোলা’ প্রসঙ্গে যা জানা গেল

প্রকাশিত :  ০৫:১২, ০৮ ডিসেম্বর ২০২৪

২০২৫ সাল থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’ এমন একটি তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ ভাইরাল হয়েছে। তবে তথ্যটি সঠিক নয়। শনিবার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে গুজবটির তথ্যে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি দুইদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুইদিন হলে স্কুলেও সেটা থাকতে হবে।