img

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মরণ সভায় পাঠ্য পুস্তকে জীবনী লিপিবদ্ধ করার দাবী

প্রকাশিত :  ১৯:৩৩, ২৫ নভেম্বর ২০২৪

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মরণ সভায় পাঠ্য পুস্তকে জীবনী লিপিবদ্ধ করার দাবী

বাংলাদেশের সকল শ্রেণীর পাঠ্য পুস্তকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংগ্রামী জীবনের ইতিহাস লিপিবদ্ধ করার দাবী জানানো হয়েছে । গত ১৯ নভেম্বর মঙ্গলবার মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডের কমিউনিটি সেন্টারে ব্রিটিশ বাংলাদেশী হিস্ট্রি এণ্ড হেরিটেজ কাউন্সিল আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ দাবী জানানো হয় ।

সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সংগঠণের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন । মাওলানা ভাসানীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন -সাবেক কাউন্সিলার ও ডেপুটি মেয়র শহীদ আলী ,কমিউনিটি নেতা মোঃ নুরুল আমিন ,ওসমানী বিমান বন্দর ক্যাম্পেইন কমিটির সচিব এম এ রব ,রাইটস কনসারনের সভাপতি মোহাম্মদ শফিক খান ,প্রবাসী অধিকার ও অভিবাসী পরিষদ ইউকের সভাপতি মাওলানা ফরিদ আহমদ ,কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বক্স ও হাজী মোহাম্মদ হাবিব ,নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল হাই ,বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি বদরুজ্জামান বাবুল ,জকিগঞ্জ ওয়েলফেয়ার এসেসিয়েশনের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ,জকিগঞ্জ এসোসিয়েশনের সম্পাদক আবুল হোসেন প্রমুখ ।

সভায় বক্তারা বলেন - মাওলানা ভাসানীকে জাতি আজ ভুলতে বসেছে ।পাঠ্য পুস্তক থেকে জীবনী বাদ দেওয়া হয়েছে ।সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ছবি সরিয়ে ফেলা হয়েছে ।তাই বর্তমান সরকারকে ভাসানীকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে । সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ সালেহ আহমদ ।পবিত্র কুরআন থেকে তেলাওত করেন মুস্তাফিজুর রহমান ও মাওলানা আব্দুল কুদ্দুছ । সভা শেষে শিরনী বিতরন করা হয় ।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।