img

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের সাথে মতবিনিময়

প্রকাশিত :  ১৯:৩৫, ২৫ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৯:৩৮, ২৫ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেনের সাথে মতবিনিময়

জাতীয়তাবাদী পরিবার যুক্তরাজ্য এর উদ্যোগে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি বিএনপি নেতা মো: আনোয়ার হোসেনের সাথে এক মতবিনিময় সভা গত ২৪ নভেম্বর রবিবার ইস্ট লন্ডনে রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে. যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজা ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপি’র সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জান খসরু সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক শামসুর রহমান মাহতাব, যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক সালেহ আহমেদ জিলান. ইস্ট লন্ডন বিএনপি’র সভাপতি ফখরুল ইসলাম বাদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা(সহ দফতর সম্পাদক )সেলিম আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন.

যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন. কেন্দ্রীয় জাসাস এর সাবেক সহ-সভাপতি এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুড়িয়া. সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কদর উদ্দিন. সহ প্রচার সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু. সহসভাপতি এমদাদ হোসেন খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার আহমদ, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি শাহজাহান আলম, যুক্তরাজ্য সেচ্ছাসেবক সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কামরুজ্জামান চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির নেতা ব্যারিস্টার মোঃ শাহনেওয়াজ জুয়েল, নুরুল ইসলাম তোতা মিয়া, গিয়াস আহমেদ, জয় ইসলাম মনির, শেরওয়ান আলী, হালিমুল ইসলাম হালিম, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, মো: শাহরিয়ার বিন আরিফ, ইমরান খান, আবু কয়েছ, সাঈদ রিপন প্রমুখ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তরবর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান।

কমিউনিটি এর আরও খবর

সকল মহলের সহযোগিতা কামনা

img

বাংলাদেশ সেন্টারের গ্রীন প্যানেল গ্রুপের সংবাদ সম্মেলন : সেন্টার রক্ষা ও বিভিন্ন সেবামূলক কাজ চালুর স্বার্থে বিনা শর্তে যে কোন আপোষ-মীমাংসায় সম্মতি

প্রকাশিত :  ০৬:১৩, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

লণ্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনন্য স্মারক, বাংলাদেশ সরকারের প্রথম হাই কমিশন ।বাংলাদেশ সেন্টার এক সময় সভার হল ,বিভিন্ন সার্ভিস প্রদান ,নামাজের জন্য হল ও স্টুডেন্ট হোস্টেল ছিল । জমজমাট ছিল এ সেন্টার ।

জরাজীর্ন সেন্টারের ভবনে সংস্কার কাজ করার ফলে নতুন ভবনের অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে । কিন্তু  এ ঐতিহাসিক সেন্টারটি এখন নেতৃত্বের কোন্দলে সেবা প্রদান থেকে বঞ্চিত রয়েছে । বিগত নির্বাচনকে কেন্দ্র করে দুটি কমিটি রয়েছে ।প্রতিটি গ্রুপই নিজকে বৈধ বলে দাবী করে আসছে ।কিন্তু চ্যারিটি কমিশন নাকি উভয় গ্রুপকে অবৈধ বলেছে ।বিগত দিনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন  হয়েছে ।বিরোধ চরম আকার ধারণ করেছে ।

পদাধিকার বলে মাননীয় হাইকমিশনার সভাপতি হয়ে অনেক চেষ্টা করেও বিরোধ মীমাংসা করতে পারেন নি। কমিউনিটির মুরুব্বীরা সালিশের চেষ্টা করেও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেন নি।কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে ।গতকাল গ্রীন প্যানেলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে সেন্টারটিকে রক্ষা করার জন্য সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য রাখেন এ কে এম শহীদুর রহমান । সংবাদ সম্মেলনে বলা হয় যে- এই সংকট নিরসনের জন্য এ পর্যন্ত গৃহীত সকল উদ্যোগই ব্যার্থতায় পর্যবসিত হয়েছে। তাই এই অচলাবস্থা সৃষ্টিকারীদের অপকৌশল বন্ধ করতে হবে। সেন্টারের স্থাবর-অস্থাবর সম্পত্তির নিরপত্তা বিধান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেন্টারের ব্যাংক একাউন্ট ও ফান্ড এর অনুনোমোদিত ব্যবহার সম্পর্কে সকল ক্যাটাগরির সদস্যদেরকে অবহিত করাই এই সংবাদ সম্মেলনের  উদ্দেশ্য।

সভায় বক্তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সবাইকে আহ্বান জানান। ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে কমিউনিটির  স্বার্থ ও সেবা গ্রহণকারীদের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে এই সংকট নিরসনের লক্ষ্যে সবাইকে এক সাথে মিলে মিশে কাজ করতে হবে। এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে বৃটেনে নব-নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের চেয়ারপার্সন মান্যবর আবিদা ইসলাম মহোদয়কে এই সভা থেকে অনুরোধ জানানো হয়। এবং মান্যবর রাষ্ট্রদূতকে এই বিষয়ে সকল প্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংকট সমাধানে উপায় হিসেবে দুটি প্রস্তাব করা হয়: 

১. সাংবিধানিক প্রক্রিয়ায় ৪২ ধারা অনুযায়ী নোটিশ প্রদান এবং ৪৪ ও ৪৫ ধারা অনুযায়ী কমিটি, উপ-কমিটিসমূহ গঠন। 

২. এজিএম ডেকে নির্বাচিত কমিটির হাতে সেন্টার পরিচালনা করার দায়িত্ব অর্পণ। 

সভায় সভাপতিত্ব করবেন সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ মহিবুর রহমান মুহিব, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুর রহমান, সহ-সভাপতি জনাব ইছবাহ উদ্দিন, সহ-সভাপতি, জনাব হাবিবুর রহমান ময়না, চিফ-ট্রেজারার জনাব মোহাম্মদ ফাইজুল হক, যুগ্ম-সম্পাদক জনাব শামীম আহমেদ ও যুগ্ম-ট্রেজারার জনাব নসিম আহমেদ।

কমিউনিটি এর আরও খবর