img

আপিল বিভাগেও জামিন পেলেন না হলমার্কের জেসমিন

প্রকাশিত :  ০৬:৫০, ২৮ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৫৯, ২৮ নভেম্বর ২০২৪

আপিল বিভাগেও জামিন পেলেন না হলমার্কের জেসমিন

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালত জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য ৩ মাস পর ফের উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, এই মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড হতে পারে, কিন্তু জেসমিন ইতোমধ্যে ৮ বছর জেলে আছেন, তাই তাকে জামিন দেওয়া উচিত। তিনি আরও বলেন, দুদকও চার্জশিট দিতে পারে নি।

তবে দুদকের পক্ষ থেকে জানানো হয়, ৩০ অক্টোবর তদন্ত কর্মকর্তা চার্জশিট দিয়েছেন, কিন্তু এখন কমিশন না থাকায় তা অনুমোদন করা যাচ্ছে না। এর ফলে আপিল বিভাগ ৩ মাস পর জামিন শুনানি স্থগিত রাখেন।

২০১৯ সালের ১০ মার্চ হাইকোর্ট জেসমিন ইসলামকে জামিন দিয়েছিল, তবে দুদক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে এবং ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে তাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। এরপর জেসমিন ইসলাম আত্মসমর্পণ করেন এবং হাইকোর্টে জামিন আবেদন করেন। 

img

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি

প্রকাশিত :  ১৪:৩৮, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:৫৮, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবক মোটরসাইকেলযোগে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করে দ্রুত সটকে পড়েন।

গুলিতে মোবাশ্বের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল।

তিনি বলেন, আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। এতে মোবাশ্বেরের হাতে গুলি লাগলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা এ রকম একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি।

এর আগে গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।