img

‘কাট’ বলার পরও চুমুতে ব্যস্ত অভিনেতা, অভিযোগ সায়নীর

প্রকাশিত :  ১১:০৭, ২৯ নভেম্বর ২০২৪

‘কাট’ বলার পরও চুমুতে ব্যস্ত অভিনেতা, অভিযোগ সায়নীর

এবার ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের সময় কো-আর্টিস্টের বিরুদ্ধে অভিযোগ করলেন সায়নী গুপ্ত। এই বাঙালি অভিনেত্রীর অভিযোগ, পরিচালক ‘কাট’ বলার পরও চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা।

অভিনেত্রী সায়নী বলেন, ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা খুব সহজ; কারণ, এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরও অনেক লোক সুবিধা নিতে চায়। পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। আমি একই সাথে বিব্রত ও অবাক হয়েছি।

তিনি আরও বলেন, এমন অনেক ক্ষেত্রেই ঘটে, একজন অভিনেতার সুরক্ষার বিষয়টি ভাবা উচিত। সবসময় যে অন্তরঙ্গ দৃশ্যই হতে হবে এমন না। গল্পের প্রয়োজনে হতেই পারে কিন্তু সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা থাকা উচিত।

সম্প্রতি রোমান্টিক কমেডি সিনেমা \'খোয়াবোঁ কা ঝামেলা\'-তে অভিনয় করে আলোচনায় আছেন সায়নী গুপ্ত। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পেয়েছে।

img

বলিউডে এসেই ঝড় তোলা কে এই শানায়া কাপুর

প্রকাশিত :  ১০:০৩, ১৩ জুলাই ২০২৫

শানায়া কাপুর, বলিউডে স্টারকিডদের ভিড়ে আরেকটি নতুন নাম। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের এ তনয়া।

শানায়া শুধু অভিনয়েই নয়, স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছেন । 

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, যদিও সিনেমার পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি।

শানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে। 

তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।

‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-তে শানায়ার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।