img

আর্ট প্যাভিলিয়নে চলছে ‘কালারস্ অব বাংলাদেশ’ চিত্র প্রদর্শনী, রোববার শেষ দিন

প্রকাশিত :  ০০:০৪, ৩০ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৫:৫৮, ৩০ নভেম্বর ২০২৪

আর্ট প্যাভিলিয়নে চলছে ‘কালারস্ অব বাংলাদেশ’ চিত্র প্রদর্শনী, রোববার শেষ দিন

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী বাংলা নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’র অংশ হিসেবে মাইল এন্ড পার্কে অবস্থিত দ্য আর্ট প্যাভিলিয়নে (Clinton Road, Mile End Park, E3 4QY) “কালারস্ অব বাংলাদেশ” (বাংলাদেশের রঙ) শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে ২০ নভেম্বর, যা চলবে ১ ডিসেম্বর রোববার পর্যন্ত।
প্রথমবারের মতো, অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস (অবিন্তা কবির ফাউন্ডেশনের প্রকল্প) লন্ডনের দর্শকদের কাছে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতি প্রদর্শনের জন্য বিশিষ্ট এবং পুরস্কারপ্রাপ্তদের একটি দল নিয়ে লন্ডনে এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে।
প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এর দরজা খোলা থাকবে সর্বসাধারণের জন্য।
অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসের চেয়ারপারসন মিসেস নিলু রওশন মোর্শেদ এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করার উদ্যোগ গ্রহণ করেন। প্রদর্শনীতে বাংলাদেশের কিংবদন্তি ও স্বনামধন্য শিল্পীদের উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পীরা হচ্ছেনঃ মনিরুল ইসলাম, রফিকুন নবী, মুহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, আনিসুজ্জামান এবং জহুরা সুলতানা।
প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে চিত্রিত করছে।
প্রদর্শনীর সময়কালে দ্য আর্ট প্যাভিলিয়নের প্রাঙ্গণে একটি একদিনের আর্ট ওয়ার্কশপ এবং আর্ট—টক ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হচ্ছে স্থানীয় শিল্পী এবং শিল্প উৎসাহীদের মধ্যে ধারণা সংগ্রহ এবং শিল্প গঠন সম্পর্কিত জ্ঞান বিনিময় করার জন্য একটি সংযোগের সুযোগ স্থাপন।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।