img

সেনাবাহিনী-পুলিশসহ ৪০ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির সফল ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০০:৩৫, ৩০ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৫:৫০, ৩০ নভেম্বর ২০২৪

সেনাবাহিনী-পুলিশসহ ৪০ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির সফল ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত

খালেদ মাসুদ রনি: বিভিন্ন ধরণের প্রায় ৪০ টি প্রতিষ্ঠানের অংশগ্রহনে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির উদ্যোগে সফল ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ নির্বাচন করতে বুধবার এ মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি।পূর্ব  লন্ডনের কর্মাশিয়াল রোডে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি স্কুলের হলরুমে দুপুর থেকে শুরু হওয়া মেলা চলে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।

সফল ক্যারিয়ার মেলায় সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন শিল্প পেশাদার, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, sixth form, university এবং পেশাদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়। মেলার মাধ্যমে year 11 শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে বিভিন্ন ধরনের মূল্যবান তথ্য এবং দিকনির্দেশনা প্রদান করা হয়। এক ছাদের নিচে এমন মেলার আয়োজনে খুশি অংশগ্রহনকারী প্রতিষ্ঠান, অভিবাবক ও শিক্ষার্থীরা। এসময় অভিভাবকেরা বলেন, ব্যস্ত সময়ে সব কিছু এক সাথে পেয়ে আমরা খুশি। আমাদের ছেলে-মেয়েদের নিয়ে আলোচনা করে পরবর্তী করনীয় ঠিক করবো, এজন্য লন্ডন এন্টারপ্রাইজ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।


মেলার আয়োজন নিয়ে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী বলেন, “আজকের এই সফল এবং তথ্যপূর্ণ ক্যারিয়ার মেলা আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যথেষ্ট জ্ঞান এবং দিকনির্দেশনা প্রদান করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তারা দেখতে পায় তাদের সামনে কতোটা সুযোগ রয়েছে এবং তারা কীভাবে year 11 পর তাদের পথ চয়ন করতে পারে।” লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি একটি উন্নত মানের স্কুল যা শিক্ষার্থীদের তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে সাহায্য করে। একাডেমি একটি বিস্তৃত পাঠ্যক্রম এবং বিভিন্ন অতিরিক্ত পাঠক্রমিক কার্যক্রম প্রদান করে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।