img

ফের আইনি ঝামেলায় শিল্পা, বাড়িতে হাজির ইডি

প্রকাশিত :  ০৭:০৯, ৩০ নভেম্বর ২০২৪

ফের আইনি ঝামেলায় শিল্পা, বাড়িতে হাজির ইডি

অভিনেত্রীর শিল্পা শেঠির জীবনযাপন কোনোভাবেই সহজ হয়ে উঠছে না। স্বামী রাজকুন্দ্রার নানা কাণ্ডকারখানায় বারবার আইনি ঝামেলায় পড়তে হচ্ছে তাঁকে। আইপিএল বেটিং ও পর্নোগ্রাফি মামলায় রাজের নাম উঠেছিল আগেই। এরপর নাম জড়িয়েছিল বিটকয়েন জালিয়াতি মামলাতে। যার কারণে বাড়িছাড়া হতে হয়েছে শিল্পাকে।

এই অভিনেত্রীর নামে কেনা জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলো বাড়িটি এখন ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির [এনফোর্সমেন্ট ডিরেক্টরেট] নজরদারিতে। শুধু এই বাড়ি নয়, তাদের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরপরও রেহাই মেলেনি অভিনেত্রীর। একাধিকবার সাক্ষাতের পরও রাজের পর্নোকাণ্ডের জেরে পুনরায় ইডি ডাক পাঠিয়েছে শিল্পাকে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি আরও একবার রাজ-শিল্পার বাড়িতে হানা দিয়েছিল ইডি। বেশ কিছুদিন ধরে মুম্বাই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। সে কারণে বাদ যায়নি রাজকুন্দ্রাসহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও।

‘হটশটস’ নামে প্রাপ্তবয়স্কদের অ্যাপ খোলার জন্য বছরখানেক আগেই হাজতবাস হয়েছিল রাজের। দুই মাস জেলে কাটানোর পর জামিন পেয়েছিলেন। সেই স্মৃতি অতীতের খাতায় ফেলে যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রাজ-শিল্পা, তখনই আবার দুয়ারে কড়া নাড়া শুরু করেছে ইডি। ভারতীয় সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, কয়েক মাস আগে মহারাষ্ট্র ও দিল্লি পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। সেখানে অমিত ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজসহ আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে।

যারা বিটকয়েনে বিনিয়োগের নামে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন। যাদের কাছ থেকে তারা টাকা তোলেন, তাদের প্রতি মাসে বিটকয়েনে ১০ শতাংশ টাকা রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ক্রিপ্টো সম্পত্তি গড়ে তোলার লোভে অনেকেই টাকা ঢালেন ওই সংস্থায়। কিন্তু ওই সংস্থা সবাইকে ঠকানোয় একাধিক মামলা দায়ের হয়।

এ মামলার তদন্তে নেমেই মূলত রাজের সঙ্গে ওই সংস্থার সংযোগ খুঁজে পায় ইডি। হাজার কোটির দুর্নীতি, ইডির মামলা, যাবতীয় আইনি জটের মাঝেই গত আগস্টে ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনে আবার সংবাদ শিরোনামে আসেন রাজ ও শিল্পা। যার সুবাদে তাদের দিকে বেড়ে যায় ইডির নজরদারি।

img

অস্কার প্রতিযোগিতায় ইমন চক্রবর্তীর গান ‘ইতি মা’

প্রকাশিত :  ০৬:৩৬, ০৫ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৪১, ০৫ ডিসেম্বর ২০২৪

ইমন চক্রবর্তী পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী। লোকগান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের গানেই পারদর্শী তিনি।  বিশেষ করে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এবার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন হিসেবে অস্কারের মঞ্চে ইমনের গান।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে যাচাই-বাছাই চলছে। সারাবিশ্ব থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত। সেই তালিকায় রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ নামের একটি গান। যা শোনা গিয়েছিল নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ চলচ্চিত্রে।

এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

সুখবরটি জানতে পেরে ভারতীয় গণমাধ্যমকে এই গায়িকা বলেন, ‘তিনি সকাল ১১টা নাগাদ এই খবর প্রথম পান। তখন তিনি একটি রিয়ালিটি শোয়ের সেটে, শুটিংয়ে ব্যস্ত। আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক।

অস্কারের তালিকায় নিজের গান, খবরটি পেয়েই প্রথম সে কথা ইমন প্রথম জানিয়েছেন ‘সারেগামাপা’র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর তিনি তা জানালেন স্বামী নীলাঞ্জনকে।

ক্যারিয়ারে ইতিমধ্যে সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’