প্রকাশিত :
১৪:০০, ৩০ নভেম্বর ২০২৪ সর্বশেষ আপডেট: ১৫:২৯, ৩০ নভেম্বর ২০২৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৫ জন। শনিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। তারা ৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৪৬৯ জন।
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭০ নতুন রোগী
প্রকাশিত :
১৪:৪৪, ০৫ ডিসেম্বর ২০২৪
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫১৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৯৪ হাজার ৮৮৪ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৯৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৩৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭০৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।