img

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে

প্রকাশিত :  ০৯:৩৩, ০৪ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:১৪, ০৪ ডিসেম্বর ২০২৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ সংলাপে অংশ নিয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ চার সদস্যের প্রতিনিধিদল এ সংলাপে অংশ নিয়েছে।

এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খান, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত মসলিসের মামুনুল হক, খেলাফত মসলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের চলমান নানা ইস্যুতে এ সংলাপ হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

সংলাপের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাতে ড. ইউনূস বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন। তিন আগামীকাল বসবেন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে।


বাংলাদেশ এর আরও খবর

img

স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত আশ্বাসের বাস্তবায়ন হয়নি: যৌক্তিক ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ফের লংমার্চের হুঁশিয়ারি

প্রকাশিত :  ১১:২২, ২৩ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:২৩, ২৩ এপ্রিল ২০২৫

ম্যাটস শিক্ষার্থীদের দেয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত আশ্বাসে বাস্তবায়ন হয়নি বিধায় যৌক্তিক ৪ দফা তারা ফের লংমার্চের হুঁশিয়ারি দিয়েছে।

ম্যাটস শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক ৪ দফা দাবি নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সমন্বয়ক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, “গত ২২ জানুয়ারি শাহবাগে ৬ ঘন্টা ব্লকেড কর্মসূচি এবং ৯ ফেব্রুয়ারি শাহবাগ টু স্বাস্থ্য মন্ত্রণালয়—এই দুটি বিশাল কর্মসূচির প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দাবিগুলো মেনে নিয়ে দুটি ‘নোট অব ডিসকাশন’ প্রকাশ করে। এতে বলা হয়েছিল, তিন দিনের মধ্যে নিয়োগ প্রদান, স্বতন্ত্র বোর্ড গঠন, উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতকরণ ও কোর্স কারিকুলামের মানোন্নয়ন করা হবে। কিন্তু বাস্তবতায় এর কিছুই এখনো বাস্তবায়ন হয়নি।”

তিনি আরও বলেন, “দুই মাস পার হয়ে গেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ প্রদান করেনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সরকার যে উদাসীনতা দেখাচ্ছে, তা মেনে নেওয়া যায় না। যদি অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, তবে সারাদেশের সকল ম্যাটস শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং পেশাজীবীদের নিয়ে আমরা 'ঢাকা মুখী লংমার্চ-২' কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।”

ম্যাটস শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের পথে যাবার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশ এর আরও খবর