img

অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা

প্রকাশিত :  ০৬:০৬, ২৩ ডিসেম্বর ২০২৪

অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা

‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা করেন এক দল মানুষ।

গতকাল রোববার (২২ ডিসেম্বর) তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

একদল মানুষ হায়দরাবাদের জুবিলি হিল্‌সে অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ করেন। বাইরে থেকে তাঁর বাড়িতে টম্যাটো ছোড়া হয়। বাড়ির ভেতরেও তারা ঢোকার চেষ্টা করেন। অভিনেতার বাড়ির সামনে সাজিয়ে রাখা বেশ কিছু ফুলগাছের টবও ভাঙচুর করেন তারা।

এই হামলার নিন্দা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর চার বছরের সন্তান আহত হয়ে এখনও কোমায়। 

এই ঘটনার প্রতিবাদেই রোববার আল্লুর বাড়ির সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধরা। বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন। অভিযোগ, তাঁরা অভিনেতার বাড়ির প্রধান ফটকের সামনে জড়ো হন এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। মৃত নারীর পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তারা। 

এরপর দরজার বাইরে থেকেই আল্লুর বাড়ির দিকে ছোড়া হতে থাকে একের পর এক টমেটো। বাড়ির সামনে থেকে ফুলের টবগুলো তুলে মাটিতে আছাড় মেরে ভাঙা হয়। 

ঘটনার সময়ে আল্লু বাড়িতে ছিলেন না।

হামলার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা গেছে একাধিক ফুলের টব আছাড় মেরে ভাঙছেন বিক্ষোভকারীরা।

অভিনেতার বাড়িতে হামলার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির আট জন সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। 

img

ঢাকায় আজ জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত

প্রকাশিত :  ০৭:৩১, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে  ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।\r\n\r\nশেষদিন হিসেবে আজ অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।\r\n\r\nআয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।\r\n\r\nজেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে আজ সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।\r\n\r\n‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। \r\n\r\n

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।

শেষদিন হিসেবে আজ অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।

জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে আজ  সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।