img

অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা

প্রকাশিত :  ০৬:০৬, ২৩ ডিসেম্বর ২০২৪

অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা

‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা করেন এক দল মানুষ।

গতকাল রোববার (২২ ডিসেম্বর) তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

একদল মানুষ হায়দরাবাদের জুবিলি হিল্‌সে অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ করেন। বাইরে থেকে তাঁর বাড়িতে টম্যাটো ছোড়া হয়। বাড়ির ভেতরেও তারা ঢোকার চেষ্টা করেন। অভিনেতার বাড়ির সামনে সাজিয়ে রাখা বেশ কিছু ফুলগাছের টবও ভাঙচুর করেন তারা।

এই হামলার নিন্দা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর চার বছরের সন্তান আহত হয়ে এখনও কোমায়। 

এই ঘটনার প্রতিবাদেই রোববার আল্লুর বাড়ির সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধরা। বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন। অভিযোগ, তাঁরা অভিনেতার বাড়ির প্রধান ফটকের সামনে জড়ো হন এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। মৃত নারীর পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তারা। 

এরপর দরজার বাইরে থেকেই আল্লুর বাড়ির দিকে ছোড়া হতে থাকে একের পর এক টমেটো। বাড়ির সামনে থেকে ফুলের টবগুলো তুলে মাটিতে আছাড় মেরে ভাঙা হয়। 

ঘটনার সময়ে আল্লু বাড়িতে ছিলেন না।

হামলার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা গেছে একাধিক ফুলের টব আছাড় মেরে ভাঙছেন বিক্ষোভকারীরা।

অভিনেতার বাড়িতে হামলার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির আট জন সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। 

img

বলিউডে এসেই ঝড় তোলা কে এই শানায়া কাপুর

প্রকাশিত :  ১০:০৩, ১৩ জুলাই ২০২৫

শানায়া কাপুর, বলিউডে স্টারকিডদের ভিড়ে আরেকটি নতুন নাম। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের এ তনয়া।

শানায়া শুধু অভিনয়েই নয়, স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছেন । 

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, যদিও সিনেমার পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি।

শানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে। 

তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।

‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-তে শানায়ার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।