img

আমার একটা শক্ত কাঁধ চাই: অনন্যা

প্রকাশিত :  ০৭:০৯, ২৭ ডিসেম্বর ২০২৪

আমার একটা শক্ত কাঁধ চাই: অনন্যা

জীবনে ওঠাপড়া যেন লেগেই আছে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের । টানা দুই বছর সম্পর্কে থাকার পরও আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে ভাঙন ধরেছে। প্রেমভাঙার পর মনও ভেঙেছিল অভিনেত্রীর। আবার চলতি বছরই নতুন প্রেম খুঁজে পেয়েছেন চাঙ্কিকন্যা। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তবে কেমন প্রেমিক চান, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও পানি আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে। 

অনন্যা বলেন, আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি বলে জানান চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সবাইকে ভদ্র মনে হয়। অনন্যা বলেন, আমি এক জায়গায় পড়েছিলাম— ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে, সেটি দেখা উচিত। এটি সত্যিই গুরুত্বপূর্ণ। ভালো মুহূর্তে তো সবই ভালো লাগে। কিন্তু মতান্তর হলে বোঝা যায়— সঙ্গী আপনাকে সম্মান করছে কিনা।

উল্লেখ্য, অনন্যাকে শেষ দেখা গেছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ ও ‘কন্ট্রোল’ ছবিতে।


img

ঢাকায় আজ জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত

প্রকাশিত :  ০৭:৩১, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে  ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।\r\n\r\nশেষদিন হিসেবে আজ অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।\r\n\r\nআয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।\r\n\r\nজেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে আজ সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।\r\n\r\n‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। \r\n\r\n

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।

শেষদিন হিসেবে আজ অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।

জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে আজ  সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।