img

হেনস্থার শিকার হানিয়া আমির

প্রকাশিত :  ০৯:১৪, ২৮ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:১৯, ২৮ ডিসেম্বর ২০২৪

হেনস্থার শিকার হানিয়া আমির

সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আমেরিকার ডালাসে ‘মিট অ্যান্ড গ্রিট’ নামে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে। তার সঙ্গে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালের সহঅভিনেতা ফাহাদ মুস্তাফাকেও দেখা যায় একই অনুষ্ঠানে। তবে হঠাৎ অপমানিত হয়ে অনুষ্ঠান থেকে চলে যান হানিয়া আমির। এ বিষয়ে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। খবর: দ্য ফ্রি প্রেস জার্নাল।

পোস্টটি থেকে জানা যায়, অনুষ্ঠানটির প্রথমে যখন তিনি তার ফ্যানদের সঙ্গে কথা বলছিলেন এবং ছবি তোলার কাজ করছিলেন, তখন সবকিছু ভালো চলছিল। তবে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে যখন অভিনেত্রী একজন ইভেন্ট আয়োজককে দেখেন তার ম্যানেজারকে মৌখিকভাবে লাঞ্ছিত করতে এবং তার ম্যানেজার অপমানিত হয়ে যখন স্টেজের পেছনে চলে যান তখন।

এরপর হানিয়া ও ফাহাদ বিষয়টি কী ঘটেছে সেটার খোঁজ নিতে স্টেজের পেছনে যান। সে সময় একদল ফটোগ্রাফার তাদের ছবি তুলতে গেলে আয়োজক তাদেরও আক্রমণাত্মকভাবে বাধা দেয়।

এ বিষয়ে হানিয়া বলেন, ‘আমার ম্যানেজার এতটাই অপমানিত হয়েছিল যে, সে ব্যাকস্টেজে চলে গিয়েছিল। পরে আমি তাকে খোঁজ করছিলাম সে ঠিক আছে কি না এবং আমার সহশিল্পী ফাহাদ একজন ভদ্রলোকের মতো সেও আমার সঙ্গে এসে তার খোঁজ নেয়। তারপর আমরা ব্যাকস্টেজে ফ্যানদের সঙ্গে ছবি তোলার সিদ্ধান্ত নিই কিন্তু সে সময় আয়োজক আমাদের পেছনে দৌড়ে এসে আমাদের গালিগালাজ করতে থাকে। এমনকি আমাদের বের হয়ে যেতে বলে এবং সে সময় আমাদের নিরাপত্তা প্রটোকল বন্ধ করে দেয়। সে এত বেশি মৌখিক আক্রমণ করছিল যে, সেখানকার অন্য মানুষদের তাকে থামাতে হয়েছিল। এরপর আমরা নিজেরাই পরিবহনের ব্যবস্থা করে নিরাপদে হোটেলে ফিরে যাই।’

হানিয়া আমির আয়োজকদের সমালোচনা করে আরও বলেন, ‘আপনার অবস্থান যাই হোক বড় কিংবা ছোট, তবে এ কারণে আপনাকে কাউকে অসম্মান করার অধিকার দেওয়া হয়নি। মানুষ হিসেবে মানুষকে সম্মান দিতে শিখুন।’

হানিয়াকে সবশেষ দেখা যায় ‘কাভি মে কাভি তুম’ ড্রামা সিরিয়ালে। এ ড্রামা সিরিয়াল নিয়ে পাকিস্তান-ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকদেরও আগ্রহের মাত্রা ছিল চূড়ান্তে। এক দম্পতির গল্প নিয়েই কাহিনি এগিয়ে যায়। এতে মুস্তাফা ও সারজিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া। 

বাবা-মাকে নির্যাতন

img

শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত :  ০৬:০৫, ২৩ এপ্রিল ২০২৫

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। 

শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন। তারা বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। শাওন, ডিবি হারুনসহ বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে। আমাদেরকে মারধর করেছে সে।

প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দেন। সে বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে পরিচয় ও বিয়ে। এ ঘটনা জানার পর বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। এ সময় শাওন ও তার অন্যান্য ভাই বোনেরা ক্ষম