img

যত খেলা নতুন বছরে

প্রকাশিত :  ০৯:২১, ০১ জানুয়ারী ২০২৫

যত খেলা নতুন বছরে

সদ্য গত হয়ে যাওয়া বছর বেশ ব্যস্ত কেটেছে বাংলাদেশ ক্রিকেটের। আটোঁসাটে সূচি ছিল অন্য ক্রীড়াঙ্গনেও। এবারও দেশের খেলাধুলায় তেমন ব্যস্ততা। বৈশ্বিক ক্রীড়া অঙ্গনেও জমবে নানা আসর। ফুটবল, ক্রিকেট, টেনিসের পাশাপাশি অ্যাথলেটিকসেও মজবে দর্শকরা। পুরো বছরে কখন, কোথায় কোন খেলা তা নিয়েই এই আয়োজন—

জানুয়ারি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (নারী ক্রিকেট)

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

অস্ট্রেলিয়ান ওপেন (টেনিস)

১২-২৬ জানুয়ারি, মেলবোর্ন

অ-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেট

১৮ জানুয়ারি-২ ফেব্রুয়ারি, মালয়েশিয়া

ফেব্রুয়ারি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ক্রিকেট)

১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত

মার্চ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)

*দিনক্ষণ চূড়ান্ত হয়নি

বাংলাদেশ-ভারত ফুটবল (এশিয়ান বাছাই) 

২৫ মার্চ, ভারত

ছেলেদের আইপিএল (ক্রিকেট)

১৪ মার্চ-২৫ মে

এপ্রিল

লন্ডন ম্যারাথন (অ্যাথলেটিকস)

২৭ এপ্রিল, লন্ডন

মে

বাংলাদেশের পাকিস্তান সফর (ক্রিকেট) 

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। 

*দিনক্ষণ চূড়ান্ত হয়নি

ফ্রেঞ্চ ওপেন (টেনিস) 

২৫ মে-৮ জুন, প্যারিস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (ফুটবল)

৩১ মে, মিউনিখ, জার্মানি

জুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা (ক্রিকেট)

অ্যাওয়েতে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি 

*দিনক্ষণ চূড়ান্ত হয়নি

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল (এশিয়ান বাছাই)

১০ জুন, ঢাকা

ফিফা ক্লাব বিশ্বকাপ (ফুটবল)

১৪ জুন-১৩ জুলাই, যুক্তরাষ্ট্র

উইম্বলডন (টেনিস) 

৩০ জুন-১৩ জুলাই, লন্ডন, ইংল্যান্ড

জুলাই

মেয়েদের ইউরো (ফুটবল) 

২-২৭ জুলাই, সুইজারল্যান্ড

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ

১১ জুলাই-৩ আগস্ট, সিঙ্গাপুর

আগস্ট

ভারতের বাংলাদেশ সফর (ক্রিকেট) 

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি 

*দিনক্ষণ চূড়ান্ত হয়নি

ইউএস ওপেন (টেনিস) 

২৫ আগস্ট-৭ সেপ্টেম্বর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বর

ফিফা অ-২০ বিশ্বকাপ ফুটবল 

২৭ সেপ্টেম্বর-১৯ অক্টোবর, চিলি

নারী ওয়ানডে বিশ্বকাপ (ক্রিকেট)

সেপ্টেম্বর-অক্টোবর, ভারত

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

১৩-২১ সেপ্টেম্বর, টোকিও, জাপান

অক্টোবর

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। দিনক্ষণ চূড়ান্ত হয়নি

বাংলাদেশ–হংকং ফুটবল (এশিয়ান বাছাই) 

৯ অক্টোবর, ঢাকা

বাংলাদেশ–হংকং ফুটবল (এশিয়ান বাছাই) 

১৪ অক্টোবর, হংকং

ফিফা অ-১৭ বিশ্বকাপ ফুটবল 

৫-২৭ নভেম্বর, কাতার

এটিপি ফাইনালস (টেনিস)

৯-১৬ নভেম্বর, তুরিন, ইতালি

নভেম্বর

বাংলাদেশ-ভারত ফুটবল (এশিয়ান বাছাই) 

১৮ নভেম্বর, ঢাকা

আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর (ক্রিকেট)

২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

অ্যাশেজ (ক্রিকেট) 

২১ নভেম্বর-৮ জানুয়ারি ২০২৬, অস্ট্রেলিয়া

ডিসেম্বর

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারত সফর 

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

আফ্রিকান কাপ অব নেশনস (ফুটবল) 

২১ ডিসেম্বর ২০২৫-১৮ জানুয়ারি ২০২৬, মরক্কো


খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ফিক্সিং কাণ্ডে নারী ক্রিকেটার সোহেলী ৫ বছর নিষিদ্ধ

প্রকাশিত :  ১৪:৫৪, ১১ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:০৩, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

আইসিসি আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুর্নীতিবিরোধী আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছেন সোহেলি। বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলির বিরুদ্ধে অভিযোগগুলো ২০২৩ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত। তিনি সেই বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না। তবে দেশে থেকেই দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। এছাড়াও আরও কয়েকটি অভিযোগ আছে তার বিরুদ্ধে।

ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতেই সোহেলির বিরুদ্ধে তদন্ত করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। শুরুতে অস্বীকার করলেও পরে নিজের দায় স্বীকার করে নেন ৩৬ বছর বয়সী স্পিনার। এই বিষয়ে পরবর্তীতে আর শুনানির প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে তার শাস্তি।

যে ধারাগুলো ভঙ্গের দায়ে সোহেলির শাস্তি হয়েছে, এর মধ্যে প্রথমটি হলো, কোনো আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অনুচিতভাবে প্রভাবিত করার জন্য বা এ ধরনের প্রচেষ্টার অংশ হিসেবে কোনো চুক্তি বা প্রচেষ্টায় জড়িয়ে যাওয়া বা অন্য কোনো উপায়ে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করার মাধ্যমে ফিক্সিং বা ম্যাচ প্রভাবিত করার চেষ্টা।

এই প্রচেষ্টায় সফল হওয়ার জন্য নিজে বাজি ধরা, অন্য কাউকে দিয়ে ঘটানোর জন্য কোনো উপঢৌকন নেওয়া বা দেওয়ার জন্য সম্মত হওয়ার কথা বলা হয়েছে আরেকটি ধারায়।

কোনো ক্রিকেটার বা ম্যাচ সংশ্লিষ্ট কাউকে নিয়ম ভাঙতে সরাসরি বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা বা সহায়তার কথা উল্লেখ আছে আরেকটি অনুচ্ছেদে। ফিক্সিং বা দুর্নীতির প্রস্তাব পাওয়া বা প্রক্রিয়ার ব্যাপারটি আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগকে অবহিত করেননি তিনি। এটিই আইনের লঙ্ঘন। এছাড়াও তদন্ত শুরু হওয়ার পর দুর্নীতিবিরোধী বিভাগের কাজে বাধা দেওয়া কিংবা প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ দলের হয়ে সোহেলি সবশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালে। সব মিলিয়ে দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে খেলেছেন। উইকেট নিয়েছেন সব মিলিয়ে ১১ টি, রান করেছেন ৬।