img

মহাকাশ যানের বড় টুকরা পড়ল প্রত্যন্ত গ্রামে

প্রকাশিত :  ১০:০২, ০৩ জানুয়ারী ২০২৫

মহাকাশ যানের বড় টুকরা পড়ল প্রত্যন্ত গ্রামে

কেনিয়ার প্রত্যন্ত গ্রামে মহাকাশ যানের একটি বড় টুকরা পড়েছে। আকাশ থেকে বস্তুটি পড়ায় ওই গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের।

দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমের বরাতে সিএনএন জানায়, স্থানীয় বাসিন্দারা সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে একটি বিশাল, লাল-গরম বস্তু আকাশ থেকে পড়তে দেখেন।

দেশটির জাতীয় মহাকাশ সংস্থা বিষয়টি জেনে সেখানে তদন্ত দল পাঠায়। পরে কেনিয়া স্পেস এজেন্সি-কেএসএ বুধবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে বস্তুটি পড়ার কথা প্রচার করে। বিবৃতিতে তারা এটিকে একটি মহাকাশ বস্তুর টুকরো বলে অভিহিত করেছে।

কেএসএ বলেছে, মাকুয়েনির দক্ষিণ কাউন্টির মুকুকুর প্রত্যন্ত গ্রামে বস্তুটি আকাশ থেকে পড়ে। কর্তৃপক্ষ এটিকে হেফাজতে নিয়েছে। বস্তুটি ২.৫ মিটার (প্রায় 8 ফুট) প্রশস্ত এবং ৫০০ কেজি ওজনের। আপাত দৃষ্টিতে এটি ‘স্পেস জাঙ্ক’ বলে মনে হচ্ছে।

প্রাথমিক মূল্যায়ন বলছে, মহাকাশের ধ্বংসাবশেষ সাধারণত সমুদ্রে পড়ে বা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার আগে পুড়ে যায়। পতিত বস্তুটি সম্ভবত একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এখনো তা তদন্তাধীন।

আরও বলা হচ্ছে, এটি একটি রকেট থেকে বিচ্ছেদ হওয়া রিং। মহাকাশ থেকেই এটি পৃথিবীতে ছুটে আসে। যখন পুলিশ অফিসাররা সোমবার ঘটনাস্থলে আসেন তখনও বস্তুটি গরম ছিল। এটি শীতল না হওয়া পর্যন্ত পুলিশ কাছে যেতে পারেনি। এ সময় দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের ঘিরে রাখতে হয়েছিল। পরে পুলিশ ফিতা টেনে রিংটি হেফাজতে নেয়।

কেএসএ বস্তুটি বিশ্লেষণ করছে এবং এটি ঠিক কোথা থেকে এসেছে তা নিশ্চিত করার জন্য কাজ করছে।


img

৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ

প্রকাশিত :  ১০:৩০, ২৫ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্ধারিত ৯০ দিনের মধ্যে স্টারলিংক এর স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন ।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন বলে প্রেস উইং থেকে নিশ্চিত করেছে।

প্রেস উইং থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ৯০ দিনের মধ্যে স্টারলিংকয়ের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে, এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

এর আগে ২৩ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু হবে।