img

ফের মা হচ্ছেন ইলিয়ানা

প্রকাশিত :  ০৫:১৭, ০৫ জানুয়ারী ২০২৫

ফের মা হচ্ছেন ইলিয়ানা

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ ফের মা হচ্ছেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন ‘বারফি’ খ্যাত অভিনেত্রী। সেখানে নায়িকার স্পষ্ট ইঙ্গিত দিলেন যে, তিনি ফের অন্তঃসত্ত্বা!

ডিএনএ লিখেছে, ইনস্টাগ্রামে একটি ভিডিওতে টুকরো টুকরো ঝলকে ফেলে আসা বছরের নানা ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন ইলিয়ানা। যে ভিডিও বলছে, সময়ের বেশিরভাগটাই নায়িকার কেটেছে তার ছেলের সঙ্গে।

ওই ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে ইলিয়ানার ছেলে কোয়া ফিনিক্স দোলানের ছবি। মে মাসে পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। এমন সব ছবি ওই আছে সেপ্টেম্বর পর্যন্ত।

অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। তাতেই অনেকের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি তিনি ফের গর্ভধারণ করেছেন কী না।

একজন লিখেছেন, ‘অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’

আরো এক জন বলেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি হয়ত দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’

হুট করে ইলিয়ানার মা হওয়ার খবর প্রকাশ্যে আসে ২০২৩ সালের গত এপ্রিলে। অবিবাহিত ইলিয়ানার নতুন প্রেমের খবর আসার আগেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ‘চমক’ তৈরি হয়।

এরপর থেকে জল্পনা চলে সন্তানের বাবার পরিচয় নিয়ে। তবে নিয়ম করে সোশাল মিডিয়ায় তার গর্ভকালীন অবস্থার হালহকিকত জানিয়ে গেছেন।

সে সময় প্রথমে আংটি পরা একজন পুরুষের সঙ্গে নিজের হাতের ছবি শেয়ার করে সেই জল্পনা আরো উসকে দিয়েছিলেন এই অভিনেত্রী। ছবির পুরুষটি তার অনাগত সন্তানের বাবা কী না, সেই প্রশ্নের কোনো উত্তর ইলিয়ানা সে সময় দেননি।

মা হওয়ার কিছু দিন আগে প্রেমিকের পরিচয় সবার সঙ্গে ভাগ করে নেন ইলিয়ানা। হাসিখুশি তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘ডেট নাইট’। ছবিতে কালো শার্ট পরা সোনালি রঙা চুলের পুরুষটির কাঁধে মাথা রাখতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবি প্রকাশ করলেও তার নাম পরিচয় প্রকাশ করেননি ইলিয়ানা।

এরপর গত ৬ আগস্ট ইলিয়ানা তার সন্তানের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে জানিয়ে দেন ১ আগস্ট তার ছেলে হয়েছে। ছেলের নাম তিনি রেখেছেন কোয়া ফিনিক্স দোলান।

পরে জানা যায়, মাইকেল দোলান নামের এক তরুণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইলিয়ানা। দোলান-ইলিয়ানা দম্পতির সন্তান কোয়া।

তবে ইলিয়ানা ও দোলানের বিয়ে কোথায় হয়েছিল, দোলান কি করেন, সেসব কিছু প্রকাশ্যে আনেননি ইলিয়ানা। এরপর ওই বছরের ডিসেম্বরে খবর আসে বলিউডের পাট চুকিয়ে সন্তান ও স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন ইলিয়ানা।

ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ সিনেমায়। আগামীতে ছোট পর্দার এক সিরিজ়ে দেখা যাবে তাকে।

img

ঢাকায় আজ জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত

প্রকাশিত :  ০৭:৩১, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে  ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।\r\n\r\nশেষদিন হিসেবে আজ অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।\r\n\r\nআয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।\r\n\r\nজেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে আজ সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।\r\n\r\n‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। \r\n\r\n

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।

শেষদিন হিসেবে আজ অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।

জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে আজ  সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।