img

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত

প্রকাশিত :  ০৫:৫০, ১৬ জানুয়ারী ২০২৫

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। 

মুম্বাই পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার  দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। এ সময় সাইফ সেখানে গেলে হামলা হয়।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের ওই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ সাইফকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। 

প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। নিছক চুরি, না অন্য কোনো কারণে হামলা এটা এখনো নিশ্চিত নয় পুলিশ।

সাইফ আলি খানের টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সাইফ আলি খানের বাসভবনে একটি ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। এটি পুলিশের বিষয়। আমরা পরিস্থিতি সম্পর্কে আপনাকে আপডেট জানাব।


img

বুকে তীব্র ব্যথা, হাসপাতালে এ আর রাহমান

প্রকাশিত :  ০৬:৫৩, ১৬ মার্চ ২০২৫

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান হাসপাতালে। আজ রোববার হঠাৎ বুকে ব্যাথা হলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ আর রহমানকে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টার দিকে সুরকারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তার।

শেষ খবর অনুযায়ী, অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয়েছে রহমানের। রাখা হয়েছে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। তবে অন্য একটি সূত্রমতে, ঘাড়ে ব্যাথা রহমানের। তাই বিদেশ থেকে ফিরে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান।

এদিকে গেল সপ্তাহে রহমানের সদ্য প্রাক্তন স্ত্রী সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি অস্ত্রোপচার হয় তার। সপ্তাহ না ঘুরতেই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সুরকার।

গেল বছর সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় রহমানের। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিষয়টি অনুরাগীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। রহমানও খবরটি জানিয়েছিলেন বুকে পাথর বেঁধে।