img

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২

প্রকাশিত :  ১৩:১৩, ১৯ জানুয়ারী ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। পাস করেছেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

রোববার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, মেয়েরা উত্তীর্ণ হয়েছে ৬৩.১৩%, অপরদিকে ছেলেদের পাসের হার ৩৬.৮৭ শতাংশ।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। পাস করেছেন ৬০ হাজার ৯৫ জন। গত শুক্রবার (১৭ জানুয়ারি) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট এক লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আবেদন করেন। আর পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩১ হাজার ৭২৯ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন, এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থী ৩৬.৮৭% এবং মেয়ে পরীক্ষার্থী ৩৭ হাজার ৯৩৬ জন, উত্তীর্ণ ৬৩.১৩%। 

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫। 

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।

শিক্ষা এর আরও খবর

img

এবার দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

প্রকাশিত :  ১০:২২, ২৬ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:২৪, ২৬ মার্চ ২০২৫

এসএসসির পর এবার ২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এরইমধ্যে সময়সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার (২৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত নতুন সময়সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষার নতুন রুটিন বিশ্লেষণ করে দেখা গেছে, আগের সূচির তুলনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

১. বাংলা প্রথম পত্র: পূর্বনির্ধারিত ২০ এপ্রিলের পরীক্ষা এক দিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

২. উচ্চতর গণিত (তত্ত্বীয়): পূর্বনির্ধারিত ১২ মে’র পরিবর্তে এখন ১৫ মে অনুষ্ঠিত হবে।

এ দুটি পরিবর্তন ছাড়া আগের রুটিনের অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত রয়েছে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের অবশ্যই ২০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।

২০২৫ সালের দাখিল পরীক্ষা ১০ এপ্রিল শুরু হবে, যেদিন এসএসসি পরীক্ষাও শুরু হবে। প্রথম দিনে পরীক্ষার্থীরা কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা দেবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার নতুন রুটিন সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সংশোধিত তারিখ অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সকল পরীক্ষার্থীকে পরীক্ষার হলে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশ্নফাঁসসহ যেকোনো অনিয়ম রোধে বিশেষ নজরদারি থাকবে। শিক্ষার্থীদেরও সতর্কতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার সর্বশেষ আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে শিক্ষার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত পরিদর্শনের অনুরোধ করা হয়েছে।