img

আধিপত্য কমেছে গুগল সার্চ ইঞ্জিনের, নেপথ্যে কী?

প্রকাশিত :  ০৬:১৬, ২২ জানুয়ারী ২০২৫

আধিপত্য কমেছে গুগল সার্চ ইঞ্জিনের, নেপথ্যে কী?

অনলাইন সার্চ শিল্পে দীর্ঘদিন ধরেই একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে গুগল সার্চ ইঞ্জিন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে নিজেদের সার্চ ইঞ্জিনে নিয়মিত বিভিন্ন সুবিধা চালুর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও যুক্ত করেছে গুগল। তবে দীর্ঘদিন ধরে সার্চ ইঞ্জিন বাজারে শীর্ষে থাকা গুগল সার্চের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। ওয়েব ট্রাফিক বিশ্লেষক স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, গুগল সার্চের বৈশ্বিক বাজার দখলের পরিমাণ ২০২৪ সালের শেষে ৯০ শতাংশের নিচে নেমে এসেছে। ২০১৫ সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল। 

গত বছরের ডিসেম্বরে গুগলের বাজার দখল ছিল ৮৯.৭৩ শতাংশ, যা অক্টোবরে ছিল ৮৯.৩৪ শতাংশ। অন্যদিকে, মাইক্রোসফটের বিং, ইয়াহু এবং ইয়ানডেক্সের মতো প্রতিযোগীরা সামান্য হলেও বাজার শেয়ার বাড়িয়েছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, সার্চ ইঞ্জিন প্রযুক্তিতে জেনারেটিভ এআইয়ের ব্যবহার বেড়ে যাওয়ায় গুগল এ চাপের মুখে পড়েছে। চ্যাটজিপিটি ও পারপ্লেক্সিটির মতো এআইভিত্তিক নতুন প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এ অবস্থায় গুগল নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন পরিকল্পনা নিয়েছে। 

অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই সম্প্র্রতি জানিয়েছেন, ২০২৫ সালের শুরুর দিকেই গুগল সার্চে বড় ধরনের পরিবর্তন আসবে। নতুন তথ্য অনুসন্ধান পদ্ধতি এবং আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের চমকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। গুগল সার্চের জনপ্রিয়তা কমলেও প্রতিষ্ঠানটি এখনো বাজারে শীর্ষে রয়েছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে তারা ভবিষ্যতে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।


img

মার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছে ইরান

প্রকাশিত :  ০৮:১৪, ২১ এপ্রিল ২০২৫

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শিগগিরই নতুন যুদ্ধজাহাজ উন্মোচন করতে যাচ্ছে। জাহাজটি মার্কিন মডেলের চেয়েও উন্নত বলে দাবি করেছেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি।

একটি টিভি সাক্ষাৎকারে তিনি জানান, ‘শহীদ বাঘেরি’ নামের এই নতুন জাহাজটি ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার ও নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারে। এটি একসঙ্গে ১৪টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম।

তাংসিরি বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসমক্ষে উন্মোচন করব।

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে তিনি বলেন, আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাংকারে হামলা করতে পারবে না। যদি করে, আমরা কঠোর জবাব দেব।

তিনি আরও জানান, আইআরজিসি নৌবাহিনী এরইমধ্যে মিসাইল, ড্রোন ও সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।