img

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের বৃত্তি প্রদান

প্রকাশিত :  ১৬:৩১, ২২ জানুয়ারী ২০২৫

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের বৃত্তি প্রদান

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে (ডোয়া-ইউকে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অনার্স প্রথম বর্ষের পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছে।

এ উপলক্ষে ৭ই জানুয়ারী, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ঢাকা ইউনিভার্সিটি ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ এম. জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ নিয়াজ আহমেদ খান।

বাংলাদেশে অবস্থানকারী ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের বেশ কয়েকজন ইসি সদস্য ও সাধারণ সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের পঞ্চাশ জন ছাত্রছাত্রীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। এদের অধিকাংশই আর্থিকভাবে অতি অসচ্ছ্বল এবং শিক্ষা ক্ষেত্রে উচ্চমাত্রায় সাফল্য অর্জনকারী হিসেবে বিচার-বিবেচনায় বৃত্তি পেয়েছেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়ায় আর্থিক এই অনুদান, তাদের শিক্ষাকালীন জীবনে বিশেষ ভূমিকা রাখার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেছেন এবং সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানিয়েছেন।

এতে উপস্থিত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের সাধারণ সম্পাদক আবুল এফ মেজবাহ্ উদ্দিন ইকো সংগঠনের তরফে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ডঃ সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ডঃ মামুন আহমেদ ও ব্যারিস্টার আবুল কালাম যিনি মাস কয়েক আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ন্যূনতম অর্ধশতটি বৃত্তির (স্থায়ী ট্রাস্টফান্ড বহির্ভূত) তহবিল আয়োজনের জন্য সাবেক সভাপতি মারুফ আহমেদের উদাত্ত আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে প্রতিশ্রুতি দানকারী অন্যতমদের একজন।


ডোয়া-ইউকের এ উদ্যোগ ও কার্যক্রমকে তরান্বিত করার মূহুর্তটিতে এর সদস্যগনের উপস্থিতি অত্র সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে।

ঢাকা ইউভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে, এ কার্যক্রমে অংশগ্রহনকারী সংগঠনের সদস্যদের দাক্ষিণ্য তথা বদান্যতাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে ও তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। এছাড়া বৃত্তিপ্রদান প্রক্রিয়া, আনুষ্ঠানিকতা ও বাস্তবায়নের মত কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য ডোয়া-ইউকে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর শামস্ উদ্দিন।

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত :  ১৫:৪০, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ‍্য জাসদের উদোগে আজ ২৬শে মার্চ ২০২৫ এক ভার্চুয়েল আলোচনা সভার আয়োজন করা হয় । যুক্তরাজ‍্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । উক্ত ভার্চুয়েল সভায় বাংলাদেশ থেকে অংশগ্রহন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সংগ্রামী সভাপতি জননেতা লোকমান আহমদ । তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান । 
 
সভায় বক্তারা তাদের বক্তব‍্যে বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শত্রু মুক্ত  করতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন । দীর্ঘ ৯ মাসের মরণপণ রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ছিনিয়ে এনেছিল এদেশের স্বাধীনতা । তাই এই স্বাধীনতা কারো দয়ার দান না এবং বাঙ্গালি জাতির এই জন্মের ইতিহাস যে কেউ ইচ্ছা করলেই মুছে ফেলতে পারবেনা। তারা বলেন, দুঃখজনক হলেও সত‍্য যে, যুক্তরাজ‍্য জাসদ যখন স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করছে, তখন আমাদের বাংলাদেশ রাজনৈতিকভাবে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ আজ ভয়াবহ নেতৃত্ব শূণ‍্যতায় ভুগছে। এ অবস্থায় দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তিকে ঐক‍্যবদ্ধভাবে শক্তিশালী মরণপন আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে। 
কোন মহল ইচ্ছা করলেই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ইতিহাস থেকে মুচে ফেলতে পারবেনা। বক্তারা, জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুসহ সারা দেশের সকল জাসদ নেতৃবৃন্দের উপর থেকে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন‍্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানান। 

ভার্চুয়েল সভায় যারা বক্তব‍্য রাখেন তারা হলেন, যুক্তরাজ‍্য জাসদ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য, আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য শামীম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ‍্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, যুক্তরাজ‍্য জাসদের প্রচার যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ‍্য বাসদ নেতা মোহাম্মদ শওকত, যুক্তরাজ‍্য নারীজোটের আহবায়ক রেহানা বেগম এবং যুক্তরাজ‍্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা বিলকিস মনসুর। -প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর