img

ইউরোপা লিগে রেঞ্জার্সকে হারিয়ে টানা ৪ ম্যাচে জয় পেল ম্যানইউ

প্রকাশিত :  ০৫:২১, ২৪ জানুয়ারী ২০২৫

ইউরোপা লিগে রেঞ্জার্সকে হারিয়ে টানা ৪ ম্যাচে জয় পেল ম্যানইউ

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম তিন ম্যাচে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল। তবে এরপর টানা চার ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি। এতে টেবিলের চারে উঠে এসেছে রেড ডেভিলসরা।

ইউরোপা লিগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রেঞ্জার্সকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম হাফে কর্নার থেকে গোল করেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাউল করায় তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ইউনাইটেড। রেঞ্জার্সের গোলরক্ষকের ভুলে আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যায় আমোরিমের দল। ম্যাচের ৮৮তম মিনিটে সিরিয়েল ডেসার্স রেঞ্জার্সকে সমতায় ফেরান। তাতে মনে হচ্ছিল ম্যাচটি ড্র হতে চলেছে। তবে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেস ম্যানইউর জয় নিশ্চিত করেন। লিসান্দ্রো মার্টিনেজের ক্রস টোকা দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ এই মিডফিল্ডার।

এই জয়ের ফলে এখনও ইউরোপা লিগে অপরাজিতই রইল ইউনাইটেড। ৭ ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রেঞ্জার্স।

এদিকে জয় পেয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব টটেনহ্যাম। জার্মান ক্লাব হোফেনহাইমকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে রয়েছে টটেনহ্যাম। 

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ফাইনালে টসে হেরে রেকর্ড রোহিতের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

প্রকাশিত :  ০৯:০১, ০৯ মার্চ ২০২৫

আবারও টস ভাগ্য পাশে পেলেন না রোহিত । চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ। 

আজকের ফাইনাল নিয়ে ভারত টানা ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হেরেছেন। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের বিব্রতকর রেকর্ডে শীর্ষে থাকা ব্রায়ান লারাকেও (১২) ছুঁয়ে ফেলেছেন রোহিত। 

ফাইনালের আগমুহূর্তে বড় হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে ছিটকে গেছেন আসরের সর্বোচ্চ উইকেটকশিকারি ম্যাট হ্যানরি। তার জায়গায় ফাইনালের একাদশে ফিরেছেন নাথান স্মিথ। অন্যদিকে, প্রত্যাশিতভাবে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ভারত। 

ফাইনাল খেলতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ম্যাট হ্যানরি। 

টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এক বছরের কম সময়ে টানা দুটি আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে রোহিত শর্মার দল।

অন্যদিকে, আইসিসির ওয়ানডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ফরম্যাটটিতে ২৫ বছরে তাদের আর কোনো বৈশ্বিক সাফল্য নেই। এবার শিরোপাখরা ঘুচাতে মরিয়া মিচেল স্যান্টনাররা। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ ও কাইল জেমিসন।