img

টাওয়ার হ্যামলেটসে আরও ৩০০টি নতুন এফোর্ডেবল হাউজ নির্মাণের প্রকল্প অনুমোদন পেলো

প্রকাশিত :  ১২:০৫, ২৪ জানুয়ারী ২০২৫

টাওয়ার হ্যামলেটসে আরও ৩০০টি নতুন এফোর্ডেবল হাউজ নির্মাণের প্রকল্প অনুমোদন পেলো

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আরও প্রায় ৩০০টি নতুন এফোর্ডেবল হাউজ অর্থাৎ সাশ্রয়ী ভাড়ার ঘর নির্মাণ সুবজ সবুজ সংকেত বা অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০০টিরও বেশি ঘর হবে পরিবারের জন্য উপযুক্ত।

কাউন্সিলের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা গত সপ্তাহে বো কমন গ্যাস ওয়ার্কস প্রকল্পে আনীত পরিবর্তনের অনুমোদন দিয়েছেন, যার ফলে এই প্রকল্পে অতিরিক্ত ২১০টি সাশ্রয়ী ঘর নির্মাণ করা হবে এবং, যার মধ্যে ৬৭টি ঘরই হবে তিন বা চার বেডরুম বিশিষ্ট।
২০২২ সালের এপ্রিল মাসে বো কমন গ্যাস ওয়ার্কস প্রকল্পের প্রাথমিক পরিকল্পনার অনুমোদন পেয়েছিলো।  
পরিমার্জিত মাস্টারপ্ল্যান অনুযায়ী মোট ঘরের সংখ্যা (বেসরকারি, সাশ্রয়ী এবং ভাড়া দেওয়া ঘর) ১,৪৫০ থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১,৭৬৪ ইউনিটে পৌঁছেছে।  
একই কমিটির বৈঠকে, আইল অফ ডগস্ এর সেলসডন ওয়েতে ৩৫—তলা ভবনের একটি আবেদন অনুমোদন দেওয়া হয়, যা ৮৭টি সাশ্রয়ী ঘর সরবরাহ করবে — যার মধ্যে ৩৫টি পরিবারের জন্য উপযুক্ত।  
সেলসডন ওয়ের স্থানটি বর্তমানে একটি গাড়ি পার্ক, একটি অফিস স্পেস হিসেবে ব্যবহৃত হচ্ছে যা একটি স্কুলের অতিরিক্ত বাসস্থানের জন্য সাময়িকভাবে ব্যবহার করা হচ্ছিল, এবং পরিত্যক্ত রুফটপ স্পোর্টস পিচ  রয়েছে।  
এই সাইটের বিদ্যমান ভবনগুলো ভেঙে ৩৫—তলা বিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদন লাভ করেছে, যার আওতায় মোট ৩০৭ টি নতুন ঘর এবং একটি কমিউনিটি হাব নির্মিত হবে।  
ঘরগুলোর ৩৫% হবে সাশ্রয়ী, যার মধ্যে ৭০% সাশ্রয়ী ভাড়ার জন্য বরাদ্দ থাকবে। ১০% ঘর হুইলচেয়ার ব্যবহারের উপযোগী হবে।  

কেবিনেট মেম্বার ফর রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং, কাউন্সিলর কবীর আহমেদ বলেন, “আমরা বরাবরই বারাতে আরও বেশি সংখ্যক সাশ্রয়ী পরিবারের জন্য উপযুক্ত ঘর নিশ্চিত করার বিষয়টি জোর দিয়ে যাচ্ছি। আমরা ডেভেলপারদের তাদের পরিকল্পনায় এটি প্রতিফলিত করার জন্য আহ্বান জানাই।”  
তিনি বলেন, “সঠিক ভারসাম্যের হাউজিং নিশ্চিত করতে কাউন্সিল ডেভেলপারদের সাথে কাজ করছে, যা অপেক্ষমাণ তালিকা সমাধানে এবং আরও সাশ্রয়ী অপশন প্রদানে গুরুত্বপূর্ণ। একসাথে কাজ করে আমরা এমন ঘর তৈরি করতে পারি যেখানে মানুষ নিরাপত্তা ও আরামের সাথে বাস করে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।”

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত :  ১৫:৪০, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ‍্য জাসদের উদোগে আজ ২৬শে মার্চ ২০২৫ এক ভার্চুয়েল আলোচনা সভার আয়োজন করা হয় । যুক্তরাজ‍্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । উক্ত ভার্চুয়েল সভায় বাংলাদেশ থেকে অংশগ্রহন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সংগ্রামী সভাপতি জননেতা লোকমান আহমদ । তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান । 
 
সভায় বক্তারা তাদের বক্তব‍্যে বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শত্রু মুক্ত  করতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন । দীর্ঘ ৯ মাসের মরণপণ রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ছিনিয়ে এনেছিল এদেশের স্বাধীনতা । তাই এই স্বাধীনতা কারো দয়ার দান না এবং বাঙ্গালি জাতির এই জন্মের ইতিহাস যে কেউ ইচ্ছা করলেই মুছে ফেলতে পারবেনা। তারা বলেন, দুঃখজনক হলেও সত‍্য যে, যুক্তরাজ‍্য জাসদ যখন স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করছে, তখন আমাদের বাংলাদেশ রাজনৈতিকভাবে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ আজ ভয়াবহ নেতৃত্ব শূণ‍্যতায় ভুগছে। এ অবস্থায় দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তিকে ঐক‍্যবদ্ধভাবে শক্তিশালী মরণপন আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে। 
কোন মহল ইচ্ছা করলেই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ইতিহাস থেকে মুচে ফেলতে পারবেনা। বক্তারা, জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুসহ সারা দেশের সকল জাসদ নেতৃবৃন্দের উপর থেকে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন‍্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানান। 

ভার্চুয়েল সভায় যারা বক্তব‍্য রাখেন তারা হলেন, যুক্তরাজ‍্য জাসদ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য, আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য শামীম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ‍্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, যুক্তরাজ‍্য জাসদের প্রচার যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ‍্য বাসদ নেতা মোহাম্মদ শওকত, যুক্তরাজ‍্য নারীজোটের আহবায়ক রেহানা বেগম এবং যুক্তরাজ‍্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা বিলকিস মনসুর। -প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর