img

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

প্রকাশিত :  ০৮:২২, ২৫ জানুয়ারী ২০২৫

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

ভারতে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কালকেরে হ্রদের কাছে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) কর্নাটকের কালকেরে লেক সংলগ্ন স্থানে ওই নারীর মরদেহ পাওয়া যায়। খবর হিন্দুস্তান টাইমসের

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই নারী যে অ্যাপার্টমেন্টে কাজ করতেন, সেখান থেকে এক কিলোমিটার দূরে ওই নারীর মরদেহ পাওয়া যায়। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ আশপাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে। স্থানীয়রা শুক্রবার সকালে লেকের একটি নির্জন স্থানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফেরার পথে আক্রান্ত হন নাজমা।

আরও জানিয়েছে, নিহত নাজমা তিন সন্তানের জননী। তার স্বামী রামামূর্তি স্থানীয় পৌরসভার একজন পরিচ্ছন্নতাকর্মী।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা যাচ্ছে, হত্যার আগে ওই নারীকে যৌন নির্যাতন করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো সময়ে ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভিরগো নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, নিহত বাংলাদেশি নারী শহরে পরিবারের সঙ্গে ছয় বছর ধরে বাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র না থাকলেও তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি এখানে এসেছিলেন মেডিকেল ভিসায়। বৃহস্পতিবার ওই নারী তার এক সহকর্মীকে বলেছিলেন তার ব্যক্তিগত কাজ রয়েছে এবং ঘরে ফিরতে দেরি হবে। তিনি সহকর্মীকে একাই চলে যেতে বলেছিলেন। কিন্তু অনেক সময় পরও ঘরে না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, মনে হচ্ছে- তিনি স্বেচ্ছায় ওই নির্জন স্থানে গিয়েছিলেন পূর্ব পরিচিত কারও সাথে দেখা করার জন্য। শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় ভারী কোনো বস্তুর বেশ কয়েকটি আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে, যার এক পর্যায়ে তাকে খুন করা হয়েছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা-বিএনএস ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা) ধারায় মামলা করেছি এবং ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।

খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের পূর্ব বিভাগের উপকমিশনার দেবরাজ। ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াডও গেছে সেখানে।

উপপিুলিশ কমিশনার দেবরাজ বলেন, আমরা সকালে ১১২ নম্বরে ফোনে খবর পাই এক নারীর মরদেহ পড়ে আছে কালকেরে লেকের নির্জন স্থানে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস ঘটনা। ঘটনার তদন্ত জোরেশোরে চলছে বলেও জানান তিনি।


img

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশিত :  ০৫:৪৬, ২৫ মার্চ ২০২৫

প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। 
মঙ্গলবার নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কম্পনের জেরে সুনামির কোনও হুমকি আছে কিনা তা মূল্যায়ন করেছে দেশটির দুর্যোগ সংস্থা।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকা উচিত। কারণ তীব্র এবং অস্বাভাবিক স্রোত বিপদ ডেকে আনতে পারে।
নিউজিল্যান্ডের সাব-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরে অবস্থিত স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জিওনেট এক সতর্কতায় জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, পূর্বে এই কম্পনের মাত্রা ৭ বলা হলেও পরে তা কমিয়ে আনা হয় এবং এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ঘটেছে।
প্রসঙ্গত, নিউজিল্যান্ড ভূমিকম্পগতভাবে সক্রিয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রেখেছে।